আর্কাডিয়ায় বাড়িতে অনুপ্রবেশকারীর গুলিতে ৬১ বছর বয়সী পিতার মৃত্যু; সন্দেহভাজন পলাতক
ডেভিল হান্টের অভিযানে গ্রেফতার ৩
হবিগঞ্জের মাধবপুরে পুলিশের ডেভিল হান্ট অভিযানে তিন আওয়ামীলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- বাঘাসুরা ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন (৩৬), রিয়াজনগর গ্রামের রাবার বাগান কর্মচারী ও উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক শাহজাহান মোল্লা (৪৫), এবং চৌমুহনী ইউনিয়নের আওয়ামীলীগ নেতা আলী নেওয়াজ মিয়া (৪৮)।
শুক্রবার ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
শেয়ার করুন