সিকৃবিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
জাতীয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে ১৭ মার্চ সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বলে জানিয়েছে জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রশাসন ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. আল মামুনের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা।
এসময় আরো শ্রদ্ধা জানান জাতীয় দিবস উদযাপন কমিটি, শিক্ষক সমিতি, ছাত্রলীগ সিকৃবি শাখা, অফিসার পরিষদ, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, প্রভোস্ট কাউন্সিল, গণতান্ত্রিক অফিসার পরিষদ, কর্মচারী পরিষদ, কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘসহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন