মহান মাতৃভাষা দিবসে মহানগর আ.লীগের কর্মসূচি
অমর ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রিয় মাতৃভাষার মর্যাদা-অধিকার রক্ষা, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত অগণিত শহীদের রক্তে রঞ্জিত দিবসটি সিলেট মহানগর আওয়ামী লীগ বরাবরের মতো এবারও শ্রদ্ধাবনতচিত্তে স্মরণ ও পালন করবে।
দিবসটি উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে সিলেট মহানগর আওয়ামী লীগ। কর্মসূচির মধ্য রয়েছে- সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, সকাল সাড়ে ৯টায় র্যালি সহকারে বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদমিনারে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন। প্রত্যেকটি ওয়ার্ডে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে ওয়ার্ড নেতৃবৃন্দের বিভিন্ন কর্মসূচি গ্রহণ।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন