লস এঞ্জেলেসে হামের সংক্রমণ, আক্রান্ত ব্যক্তি এলএএক্স-সহ একাধিক স্থানে ভ্রমণ করেছেন
কিম ম্যাকগ্রার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলেন ওয়ার্ন
শেন ওয়ার্নের রঙীন জীবনে লাস্যময়ীদেরআনাগোনা নতুন কোনও ব্যাপার নয়৷তবে লেগস্পিনের যাদুকরকে সম্প্রতি কাতকরে দিয়েছেন অস্ট্রেলিয়ার বছরতেতাল্লিশের সিঙ্গল মাদার কিমম্যাকগ্রা৷অস্ট্রেলিয়ার জনপ্রিয়ম্যাগাজিনে এক সাক্ষাৎকারে কিম বলেন,‘ডিসেম্বরের শুরুতে শেনের সঙ্গে আমারআলাপচারিতা শুরু৷ ডেটিং অ্যাপসটিনডারের মাধ্যমে আমাদেরকথাবার্তা হয়৷ তারপর আমরা একদিনদেখা করি৷ আমি শেনকে আমার বাড়িতেওআমন্ত্রণ জানিয়ে ছিলাম৷এরপরপ শেনআমাকে অ্যাডিলেডেরএকটি হোটেলে একসঙ্গে রাত কাটানোরপ্রস্তাব দেয়৷ শেনের সঙ্গে সে রাতেরঅভিজ্ঞতা কোনওদিন ভুলব না৷ বিছানায়শেন অসাধারণ৷ রতিক্রিয়ায় ওই রাজত্বকরছিল৷গতবছর সেপ্টেম্বরে প্লেবয় মডেলএমিলি স্কটের সঙ্গে সম্পর্ক শেষহয়ে যাওয়ার পরেই একাধিক নারীরসঙ্গে শেনের সম্পর্ক হয়ে বলে খবর৷ লিজহার্লের সঙ্গেও বছর তিনেকের সম্পর্ক ছিলসর্বকালের অন্যতম সেরা স্পিনারের৷ যদিওকিমের সঙ্গে সম্পর্কের যাবতীয়কথা অস্বীকার করেছেন শেন৷ট্যুইটারে শেনলেখেন,‘সম্মান, সততা ও বিশ্বাস৷ এইতিনটি শব্দ আমার জীবনের মূলমন্ত্র৷তবে যাদের কাছে এসবের কোনওমানে নেই৷ তাঁদের লজ্জা হওয়া উচিৎ৷
শেয়ার করুন