লস এঞ্জেলেসে হামের সংক্রমণ, আক্রান্ত ব্যক্তি এলএএক্স-সহ একাধিক স্থানে ভ্রমণ করেছেন
৩১ বলে শতকের রেকর্ড ভিলিয়ার্সের
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন দক্ষিণ আফিকার এবি ডি ভিলিয়ার্স।রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩১ বলে সেঞ্চুরি করার রেকর্ড গড়েন তিনি। জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ক্রিকেট ইতিহাসের এ শিখরে আরোহন করেন দক্ষিণ আফিকা ক্রিকেট দলের অধিনায়ক। ব্যাটিংয়ে নেমে প্রথম ১৬ বলে অর্ধশত রান করেন ভিলিয়ার্স। এরপর তিনি পরের অর্ধশত করেন মাত্র ১৫ বলে। এর আগে ওয়ানডেতে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৬ বলে শতকের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনের। সূত্র: ইউরোস্পোর্টডটকম
শেয়ার করুন