লস এঞ্জেলেস কাউন্টির বাসিন্দাদের জন্য কর ফাইলিংয়ের সময়সীমা বাড়ানো হয়েছে
বাংলাদেশের টানা চার জয়
বসুন্ধরা সিমেন্ট ওয়ানডে সিরিজের টানা চার ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। শুক্রবার মিরপুরে সর্বশেষট জয়টি পেলেন শরাফিরা। এই ম্যাচে আগে ব্যাটিং করে রিয়াদ ও মুশফিকের হাফ সেঞ্চুরিতে ভর করে ২৫৬ রান তুলে বাংলাদেশ।পরে জবাব দিতে নেমে ৫০ ওভারে আট উইকেটে ২৩৫ রান করে জিম্বাবুয়ে। ফলে ২১ রানের জয় পায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে বল হাতে দুটি করে উইকেট নেন সাকিব আল হাসান, রুবেল হোসেন ও অভিষিক্ত স্পিনার জুবায়ের হোসেন।জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন ব্রেন্ডন টেলর। এ ছাড়া হাফ সেঞ্চুরি করেন সলোমান মিরেও।এই ম্যাচে জয়ের মাধ্যমে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার দিকে আরো এগিয়ে গেলো বাংলাদেশ। সিরিজের পরের ম্যাচটি অনুষ্ঠিত হবে ডিসেম্বরের এক তারিখ।
শেয়ার করুন