ভেনচুরা কাউন্টিতে গ্যাং-সম্পর্কিত হামলার ঘটনায় ৪ সন্দেহভাজন গ্রেফতার
৩০ বছরের মধ্যে প্রথম আমেরিকান হিসেবে লস এঞ্জেলেস ম্যারাথন জিতলেন ম্যাট রিচম্যান
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেস ম্যারাথনের দীর্ঘ ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটল রোববার।
ম্যাট রিচম্যান ২০২৫ সালের এলএ ম্যারাথন জিতেছেন ২ ঘণ্টা ৭ মিনিট ৫৬ সেকেন্ড সময় নিয়ে। তিনি দ্বিতীয় স্থান অধিকারী অ্যাথানাস কিয়োকোর চেয়ে তিন মিনিট এগিয়ে থেকে এই বিজয় অর্জন করেন।
রিচম্যানের এই জয় যুক্তরাষ্ট্রের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ তিনি ১৯৯৪ সালের পর প্রথম আমেরিকান হিসেবে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন। ৩১ বছর আগে, ১৯৯৪ সালের ম্যারাথনে পল পিলকিংটন ২ ঘণ্টা ১২ মিনিট ১৩ সেকেন্ড সময় নিয়ে শিরোপা জিতেছিলেন।
রিচম্যান মন্টানা স্টেট ইউনিভার্সিটির ক্রস কান্ট্রি দলের সদস্য। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অনুযায়ী, ইলবুর্ন, ইলিনয় থেকে আসা এই অ্যাথলেট ২০২২-২৩ মৌসুমে জুনিয়র বছর শেষে অল-আমেরিকান সম্মান অর্জনকারী মন্টানা স্টেটের তৃতীয় পুরুষ দৌড়বিদ ছিলেন।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন