লস এঞ্জেলেস কাউন্টির বাসিন্দাদের জন্য কর ফাইলিংয়ের সময়সীমা বাড়ানো হয়েছে
নিউজার্সীতে পেটারসন ক্রিকেট লীগ পিসিএল এর জমকালো পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্বজিৎ দে বাবলু নিউজার্সী থেকে:: নিউজার্সীর পেটারসনে ৪র্থ বারেরমত আয়োজিত পেটারসন ক্রিকেট লীগ পিসিএল এর জমকালো পুরস্কার বিতরণী ওসাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।ক্রীড়া সংগঠক এ জি এম আবুর পরিচালনায় গত ২২শেনভেম্বর বিকেলে এ অনুষ্ঠান হয়। পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমেশুরু অনুষ্ঠানের পারম্বে পিসিএল এর যৌথ আয়োজক শাহীন খালিক,নিউজার্সী হেল্পসেন্টার ও নয়াবাজার সুপার মার্কেটের কর্মকর্তাদেরকে অনুষ্ঠানে আগতঅতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন পিসিএল এর সভাপতি ফয়েজ আহমেদ ও সাধারণসম্পাদক তানিম উদ্দীন । পিসিএল-এর আয়োজকরা অনুষ্ঠানে উপস্থিত নিউজার্সীপ্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক,ধর্মীয়ও পেশাজীবী সংগঠনের নেতাদের সঙ্গে নিয়ে ৪থর্ বারেরর মত আয়োজিত পিসিএলএর চ্যাম্পিয়ান দল বিয়ানীবাজার ইউনাইটেড ও রানার্স-আপ সিলেট ওয়ারিয়ার্সেরঅধিনায়কদের হাতে ট্রপি সহ অন্যান্য পুরুস্কার তুলে দেন।পরে প্রবাসেরখ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।** অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিলিনিয়াম টিভি ইউএস এর প্রেসিডেন্ট নুর মোহাম্মদ, বোর্কড অব এডুকেশনের কমিশনার আবুল হোসেনসুরমান,নিউজার্সী বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলী ,আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, ওয়েস্ট সাইড বয়েছ ক্লাবের সভাপতি আবুর কালাম,শাহজান শাহ, মুনিম খালিক ।
শেয়ার করুন