লস এঞ্জেলেস কাউন্টির বাসিন্দাদের জন্য কর ফাইলিংয়ের সময়সীমা বাড়ানো হয়েছে
সাকিবের শতক, অর্ধশতক মুশফিকের
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়াডে ম্যাচে শতরান তুলে নিয়েছেন সাকিব আল-হাসান। আর অর্ধশতক করেছেন মুশফিকুর রহিম। শুরুর ধাক্কা কাটিয়ে সাকিব-মুশফিকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ১৪৪ রান তুলে এখনো অবিচ্ছিন্ন আছেন এই দুই ব্যাটসম্যান।
সর্বশেষ বাংলাদেশ দলের সংগ্রহ ৪২.২ ওভারে ৪ উইকেটে ২১৫ রান। সাকিব আল হাসান ৬০ এবং মুশফিকুর রহিম ২৩ রানে ব্যাট করছেন।
ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরি সাকিবের। মুশফিক পেয়েছেন তার ক্যারিয়ারের ১৭তম অর্ধশতক।
শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং পায় বাংলাদেশ। দলীয় আট রানে পানিয়াঙ্গার বলে তামিম ইকবাল (৫) বোল্ড হন। দলীয় ২৬ রানে আরেক উদ্বোধনী ব্যাটসম্যান আনামুল হককে (১২) চিগম্বুরার তালুবন্দি করান চাতারা।
এরপর দলীয় ৩১ রানে মাহমুদুল্লাহ (১) ওই চাতারার বলেই কামুনগজির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। সেখান থেকে মুমিনুল এবং সাকিব দলের হাল ধরেন। দুজনে সতর্কতার সঙ্গে দলের রানের চাকাও সচল রেখেছিলেন।
কিন্তু ৩৯ রানের এই জুটির ছন্দপতন ঘটে দলীয় ৭০ রানে। মুমিনুল নাইম্বুর স্পিনে অযথা প্যাডেল সুইপ খেলতে গিয়ে বোল্ড হন। সাজঘরে ফেরার আগে তিনি ৪৬ বলে দুই চারে ৩১ রান করেন।
এই ম্যাচে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে সাব্বির রহমানের। এর আগে তিন ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে।
শেয়ার করুন