আপডেট :

        ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে কাঁপছে ভারত

        আধ্যাত্মিক নেতা আগা খানের মৃত্যু

        গাজার দখল নিতে চান ট্রাম্প

        যুক্তরাষ্ট্রের শুল্কের জবাব দিতে চীনের ৫ পদক্ষেপ

        ‘সিরিয়াস গার্লফ্রেন্ড’ পলাকে নিয়ে উচ্ছ্বসিত বিল গেটস

        বাংলায় রায় হাইকোর্ট এর

        গাজীপুরে বেক্সিমকোর কারখানা বন্ধ ঘোষণা

        নির্বাচনের ছাড়া এই মুহূর্তে বিএনপির কোনো রাজনীতি নেই

        হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় আজ

        আসছে নতুন দল: উপদেষ্টা নাহিদ

        ঢাকায় এসে নিখোঁজ হওয়া সুবাকে দেখা গেল ক্যামেরায়

        ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নাগরিকদের তথ্য সংগ্রহ

        ইমিগ্রেন্ট ছাড়া একদিন: লস এঞ্জেলেসের প্রতিবাদ রাতেও অব্যাহত

        ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নাগরিকদের তথ্য সংগ্রহ

        মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ স্থগিত, চীনের সঙ্গেও আলোচনা হবে

        যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক চীনের

        নিউইয়র্কে বাড়ির সামনে বাংলাদেশিকে গুলি

        হাসিনা-রেহানাদের ৪ বাগানবাড়ি, আছে ডুপ্লেক্স ভবনও

        বাংলাদেশ ব্যাংকের সব কর্মকর্তার লকার ফ্রিজ করার নির্দেশ

        এবার ইউরোপে শুল্ক আরোপের হুমকি

ইউরো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে নেদারল্যান্ডস

ইউরো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে নেদারল্যান্ডস

ইউরো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। বুধবার (১০ জুলাই) ডর্টমুন্ডে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে এই দুই দল। একটা সময় ছিল যখন ইউরোপিয়ান ফুটবলের এই দুই পরাশক্তি আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিত একে অপরের মোকাবেলা করতো। তাদের লড়াইও হতো বেশ জমজমাট। ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডসের মধ্যকার অতীতের পাঁচটি স্মরণীয় ম্যাচ-


ফন বাস্তেনের হ্যাটট্রিক

১৯৮৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা নেদারল্যান্ডসের প্রথম ও একমাত্র বৈশ্বিক কোন টুর্নামেন্টের শিরোপা। ফাইনালে সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে এই ম্যাচটি সব সময়ই সাবেক তারকা মার্কো ফন বাস্তেনের দুর্দান্ত গোলের জন্য ডাচদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। এই আসরে গ্রুপ পর্বে ইংল্যান্ড সবচেয়ে কম পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছিল। এটাই একমাত্র বড় টুর্নামেন্ট যেখানে ইংল্যান্ড তাদের প্রতিটি ম্যাচেই পরাজিত হয়েছিল। 

ইংল্যান্ড ও নেদারল্যান্ডস উভয় দলই গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছিল। এরপর ডাসেলডর্ফে দ্বিতীয় ম্যাচে যখন দুই দল একে অপরের মুখোমুখি হয় তখন ফন বাস্তেনের হ্যাটট্রিকে ডাচরা বড় জয় পায়। ইংল্যান্ড সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। গ্যারি লিনেকার ও গ্লেন হুডল শট পোস্টে লাগান। ফন বাস্তেনের প্রথম গোলটি ব্রায়ান রবসনের সমতায় ফিকে হয়ে যায়। কিন্তু দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দলকে ৩-১ গোলের জয় উপহার দেন ফন বাস্তেন।


১৯৯০ ইতালি বিশ্বকাপ 

এই দুই দল আবারও ইতালিতে অনুষ্ঠিত ১৯৯০ বিশ্বকাপে একই গ্রুপে খেলার সুযোগ পায়। ১৯৮৮ ইউরোতে খেলা বেশিরভাগ খেলোয়াড়ই আবারও একে অপরের মুখোমুখি হয়। যাদের মধ্যে ছিলেন বর্তমান কোচ রোনাল্ড কোম্যান। দুই দলই গ্রুপ পর্বের তাদের প্রথম ম্যাচটি ড্র করে। ইংল্যান্ড আয়ারল্যান্ডের সঙ্গে ও নেদারল্যান্ডসের সঙ্গে পয়েন্ট হারানোর মধ্য দিয়ে আসর শুরু করে। ইংল্যান্ড এবার ফন বাস্তেনকে আটকে দিয়ে ম্যাচটি গোলশূন্য ড্র করতে সক্ষম হয়। ইংল্যান্ড শেষ পর্যন্ত গ্রুপের শীর্ষ দল হিসেবে সেমিফাইনাল পর্যন্ত খেলেছিল। ডাচরা শেষ ষোলতে পশ্চিম জার্মানির কাছে হেরে বিদায় নেয়।

১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপ

১৯৭০ সালে একবারই ইংল্যান্ড বিশ্বকাপের মূল পর্বে খেলতে ব্যর্থ হয়েছিল। আর এরপর ১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপে বাছাইপর্বে নেদারল্যান্ডস তাদের বিদায় করে। গ্রাহাম টেইলরের ইংল্যান্ড বাছাইপর্বে মোটেই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। গ্রুপের শীর্ষ দল নরওয়ের বিপক্ষে তারা মাত্র এক পয়েন্ট সংগ্রহ করে। ওয়েম্বলিতে ঘরের মাঠে ডাচদের বিপক্ষে দুই গোলের ব্যবধানে জিতলেও রটারডামে ফিরতি ম্যাচটি ইংল্যান্ডের ভাগ্য নির্ধারিত ম্যাচে পরিণত হয়। কোম্যানের ফ্রি-কিকে ইংল্যান্ড ঘণ্টাখানেকের মধ্যে পিছিয়ে পড়ে। 

এরপর ডেনিস বার্গক্যাম্পের গোলে ডাচদের জয় নিশ্চিত হয়। শেষ ম্যাচে ইংল্যান্ড সান মারিনোকে পরাজিত করে। কিন্তু ডাচ পোল্যান্ডকে হারিয়ে বাছাইপর্বের বাঁধা পেরুতে সক্ষম হয়। টেইলরকে নিয়ে তখন এতটাই সমালোচনার ঝড় উঠেছিল শেষ পর্যন্ত তিনি চাকরি ছাড়তে বাধ্য হন। ডাচরা সেবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছিল।

১৯৯৬ ইউরো

দুই দল আবারো ইউরো ১৯৯৬ সালে ইউরো চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে মুখোমুখি হয়। উভয় দলই ওয়েম্বলির ম্যাচের আগে প্রথম দুই ম্যাচ থেকে চার পয়েন্ট সংগ্রহ করে। অ্যালান শিয়েরার পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে আরও এক গোল করেন। এই ম্যাচে টেডি শেরিংহ্যাম জোড়া গোল করেছেন। 

প্যাট্রিক ক্লুইভার্ট ডাচদের হয়ে শেষভাগে এক গোল পরিশোধ করলে ইংল্যান্ড ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। ইংল্যান্ডের বর্তমান কোচ গ্যারেথ সাউথগেট এই দলে রক্ষণভাগে খেলেছেন। ইংল্যান্ড গ্রুপের শীর্ষ দল হিসেবে ও স্কটল্যান্ডকে পিছনে ফেলে নেদারল্যান্ডস দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে যায়।

নেশন্স লিগের সেমিফাইনাল

১৯৯৬ এর ইউরোর পর থেকে একমাত্র প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে ২০১৯ সালের উয়েফা নেশন্স লিগের প্রথম আসরের সেমিফাইনালে মুখোমুখি হয় ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। ঐ দলে সাউথগেট ইংল্যান্ডের ম্যানেজার ছিলেন। কোম্যান প্রথম মেয়াদে ডাচদের কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। মার্কাশ রাশফোর্ড পেনাল্টি থেকে ইংল্যান্ডকে এগিয়ে দেন। মাথিস ডি লিটের গোলে ম্যাচটি সমতায় ফেরার পর ফলাফল নির্ধারণে অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়। কাইল ওয়াকারের আত্মঘাতী গোলে ডাচরা লিড নেয়। এরপর কুইন্সি প্রোমসের আরও এক গোলে নেদারল্যান্ডস ৩-১ ব্যবধানে জয়ী হয়ে ফাইনালের টিকেট পায়। ফাইনালে পর্তুগালের কাছে হেরে শিরোপা হাতছাড়া করে নেদারল্যান্ডস।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত