পঞ্চম ওভারে উইকেটের দেখা পেলো টাইগাররা
পাওয়ার প্লেতে মোট চার বোলার ব্যবহার করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবুও উইকেটের দেখা পাচ্ছিলো না বাংলাদেশ। অবশেষে পঞ্চম ওভারে উইকেটের দেখা পেয়েছে টাইগাররা। আর ডাচ শিবিরে প্রথম আঘাত করেছেন তাসকিন আহমেদ। এরপর আরও এক উইকেট তুলে নিয়ে নেদারল্যান্ডসকে চাপে ফেলে দেন তানজিম হাসান সাকিব।
বাংলাদেশের দেওয়া ১৬০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করে নেদারল্যান্ড। দেখেশুনে খেলতে থাকেন দুই ডাচ ওপেনার মাইকেল লেভিট, ম্যাক্স ও’দাউদ। উদ্বোধনী জুটিতে ২২ রান যোগ করেন তারা।
এরপর ইনিংসের পঞ্চম ওভারে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন তাসকিন। ১৬ বলে ১৮ রান করা লেভিটকে আউট করেন এই টাইগার পেসার।
এরপর দলীয় ৩২ রানে ডাচ শিবিরে আঘাত হানেন আরেক পেসার তানজিম হাসান সাকিব। ১৬ বলে ১২ রান করা ম্যাক্স ও’দাউদকে আউট করেন সাকিব। পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৬ রান সংগ্রহ করেছে ডাচরা।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন