এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে চমক দেখিয়েছে মার্কিনিরা। সেইসঙ্গে সুপার এইটে খেলার আশা জাগিয়েছে দলটি। সেই লক্ষ্যে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিকরা। তবে ভারতীয় বোলারদের তোপের মুখে ১১০ রানের পুঁজি পেয়েছে যুক্তরাষ্ট্র। জয়ের জন্য ১১১ রান প্রয়োজন ভারতের।
বুধবার (১২ জুন) নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় যুক্তরাষ্ট্র। দলীয় ২৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা।
এরপর নিতিশ কুমার ও কোরি অ্যান্ডারসন শুরু ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। ভারতীয় বোলারদের তোপের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে যুক্তরাষ্ট্র।
নিতিশের ২৩ বলে ২৭ ও অ্যান্ডারসনের ১২ বলে ১৫ রানে ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র। ভারতের পক্ষে আর্শদিপ সিং ৪টি ও হার্দিক পান্ডিয়া নেন ২টি উইকেট।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন