লস এঞ্জেলেস কাউন্টির বাসিন্দাদের জন্য কর ফাইলিংয়ের সময়সীমা বাড়ানো হয়েছে
স্প্যানিশের চেয়ে ইংলিশ লিগে আরো ভয়ঙ্কর খেলবে মেসি : জাভি
দশ বছর ধরে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার হয়ে খেলছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বার্সার হয়ে ভুরি ভুরি সংগ্রহশালায় জমাও করেছেন তিনি। অথচ তারই সর্তীথ জাভি মনে করছেন, ‘স্প্যানিশ লিগের চেয়ে ইংলিশ লিগে আরো ভয়ঙ্কর পারফরমেন্স করতে পারবেন মেসি। কারণ ইংলিশ লিগ অনেক আক্রমণাত্মক। তাই অনেক জায়গা নিয়ে খেলতে পারবেন তিনি।’
বার্সেলোনার প্রাণপুরুষ মেসি, এমন কথা বলাই যায়। কারণ পারফরমেন্সের সবটুকু ঢেলে দিয়ে দলকে বহুবার সর্বোচ্চ সাফল্য তিনি। শুধু দলকেই নয়, বার্সার জার্সি গায়ে ব্যক্তিগত অর্জনের পাল্লাটাও বেশ ভারী মেসির। ডিভিশন ছাড়ার পর বার্সেলোনার হয়ে ৪৩৭টি ম্যাচ খেলেছেন মেসি, গোল করেছেন ৩৬৪টি।
লা-লিগায় বার্সেলোনার হয়ে মেসির এতো সাফল্যের পাওয়ার পরও মন ভরেনি তারই সতীর্থ জাভির। লা-লিগার চেয়ে ইংলিশ লিগে আরো ভয়ঙ্কর খেলবে মেসি- এমনটাই মনে করেন জাভি। বলেন, ‘স্প্যানিশ লিগের চেয়ে ইংলিশ লিগে আরো ভয়ঙ্কর পারফরমেন্স করতে পারবেন মেসি। কারণ ইংলিশ লিগ অনেক বেশি আক্রমণাত্মক। ফলে ডিফেন্সটা অনেক বেশি সহজ থাকে। আর মেসি যেহেতু আক্রমণভাগের খেলোয়াড়, তাই প্রতিপক্ষের ডিফেন্স সহজ হওয়ার সুযোগটা ভালোভাবে কাজে লাগতে পারবে। এ ছাড়া অনেক জায়গা নিয়ে খেলতেও পারবেন তিনি।’
কাগজে কলমে বর্তমানে বার্সেলোনার আক্রমণভাগ বিশ্বসেরা। কিন্তু সাম্প্রতিক পারফরমেন্স তেমনটা বলছে না। তবে এটি নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মনে করেন জাভি, ‘নেইমার-মেসি জুটিটি এক সাথে অনেকগুলো ম্যাচ খেলেছে। তাদের মধ্যে বোঝাপড়াটা দারুণ। সুয়ারেজ এই দুই খেলোয়াড়ের সাথে অল্প কিছু ম্যাচ খেলতে পেরেছে। তাদের সাথে মানিয়ে নিতে কিছুটা সময় তো লাগবেই। তবে যেই কয়টা ম্যাচ এক সাথে খেলেছে, তাতে ভালোই পারফরমেন্স করেছে। ভবিষ্যতে আরও ভালো খেলবে এই ত্রয়ী।’
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ থাকায় এখন কাব ফুটবলে বিরতি চলছে। আগামী সপ্তাহ থেকে আবারও মাঠের লড়াইয়ে নামবে দলগুলো। ২২ নভেম্বর লা-লিগায় সেভিয়ার বিপক্ষে নিজেদের ১২তম ম্যাচ খেলতে নামবে বার্সেলোনা। বর্তমানে ১১ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট সংগ্রহ নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে বার্সা। সমানসংখ্যক ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান রিয়াল মাদ্রিদের।
শেয়ার করুন