লিটনকে নিয়ে ধোঁয়াশা রাখল না কেকেআর
ছবি: এলএবাংলাটাইমস
কলকাতায় দলের সঙ্গে রবিবার যোগ দেবেন লিটন দাস। জানিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। আমদাবাদের বিরুদ্ধে ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। তিনি কলকাতায় থাকবেন। দল এসে তাঁর তাঁর সঙ্গে যোগ দেবেন।
নাইট রাইডার্সের তরফে জানানো হয়েছে যে, ঢাকা থেকে সোজা কলকাতায় আসবেন লিটন। দল এই মুহূর্তে আমদাবাদে রয়েছে। সেখানে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ রয়েছে কেকেআরের। সেই ম্যাচ খেলে কলকাতায় ফিরবে কেকেআর। তখন দলের সঙ্গে যোগ দেবেন লিটন।
কলকাতার তরফে জানানো হয়েছে যে, তাদের পরের ম্যাচ থেকে লিটনকে খেলাতেও পারবে। রবিবারের পর কলকাতার পরবর্তী ম্যাচ ১৪ এপ্রিল। হায়দরাবাদের বিরুদ্ধে কলকাতাতেই হবে সেই ম্যাচ।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন