লস এঞ্জেলেস কাউন্টির বাসিন্দাদের জন্য কর ফাইলিংয়ের সময়সীমা বাড়ানো হয়েছে
তামিম মুমিনুলের অর্ধশতক
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের শুরুতে সতীর্থ ইমরুলকে হারালেও মুমিনুলকে নিয়ে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করে যাচ্ছেন তামিম ইকবাল। মধ্যাহ্ন বিরতির ঠিক আগে দলীয় ১১০ রানের সময় নিজের অর্ধশতক পূর্ণ করেছেন তিনি।তার পর পরই নিজের অর্ধশতক পূর্ণ করেন মুমিনুল হক।
সর্বশেষ তামিম ৫১ এবং মুমিনুল ৫৪ রান নিয়ে খেলছেন। দ্বিতীয় ইনিংসে বালাদেশ এক উইকেটে ১২৪ রান করে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে।এর আগে টিনাশে পানিয়াঙ্গারার বলে ইমরুল কায়েস রিচমন্ড মুতুমবামির ক্যাচে পরিণত হওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৩৬ রান।ইমরুলের পর তামিম ইকবালের সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন মুমিনুল হক।টিনাশে পানিয়াঙ্গারার বল ইমরুল কায়েসের ব্যাট ছুঁয়ে রিচমন্ড মুতুমবামির গ্লাভসে জমা পড়লে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিনা উইকেটে ২৩ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ।এর আগে বাংলাদেশের ৫০৩ রানের জবাবে প্রথম ইনিংসে ৩৭৪ রান করে জিম্বাবুয়ে।
শেয়ার করুন