লস এঞ্জেলেস কাউন্টির বাসিন্দাদের জন্য কর ফাইলিংয়ের সময়সীমা বাড়ানো হয়েছে
নেইমার যাদুতে ব্রাজিলের আরেকটি জয়
ইস্তানবুলের আর্তাতুক অলিম্পিয়াত স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মাঠে নেমেছিল তুরস্কের বিপক্ষে। নেইমারের জোড়া গোলের সুবাদে ৪-০ গোলের সহজ জয় পেয়েছে ব্রাজিল।ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা বিশ্বকাপের পরে জয়ের ধারা বজায় রাখতে শুরুর একাদশে শিষ্যদের খেলিয়েছেন ৪-৩-৩ ফরমেটে। মাঠে নামিয়েছিলেন দিয়েগো আলভেজ, মিরান্ডা, ডেভিড লুইজ, ফেলিপ লুইজ, লুইজ গুস্তাভো, ফার্নান্দিনহো, অস্কার, উইলিয়ান, লুইজ আদ্রিয়ানো, দানিলো আর নেইমারকে।ম্যাচের ১৭তম মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন ব্রাজিল তারকা নেইমার। তুরস্কের এক ডিফেন্ডার নিজেদের শিবিরে বল ক্লিয়ার করতে গোলরক্ষক ভলকানো দেমিরেলকে ব্যাক পাস দেয়। কিন্তু বল গিয়ে পড়ে নেইমারের পায়ে। ফিনিশিং টাচ করার আগেই প্রতিপক্ষের আরেক ডিফেন্ডারের দৃঢ়তায় গোল বঞ্চিত হন নেইমার।তবে, খেলার ২০তম মিনিটে ঠিকই গোল আদায় করে নেন নেইমার। গত ম্যাচের চার গোলের মালিক এবারে নিজেদের শিবির থেকেই বলের যোগান পান। মাঝ মাঠের এপাশ থেকে লম্বা করে নেইমারকে বলের যোগান দিয়েছিলেন ফার্নান্দিনহো। আর সেই বল আয়ত্বে নিয়ে দেমিরেলকে কোনো সুযোগই দেননি নেইমার। ডানপায়ের ফিনিশিংয়ে গোল করে দলকে লিড পাইয়ে দেন নেইমার।ম্যাচের ২৪তম মিনিটে সেলেকাওদের লিড দ্বিগুন হয় আত্মঘাতী গোলের সুবাদে। লুইজ আদ্রিয়ানোর ডান কোন থেকে তুলে মারা জোড়ালো শটে পা লাগিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন তুরস্কের ডিফেন্ডার কায়া। ফলে, স্বাগতিকরা পিছিয়ে পড়ে ২-০ গোলে।৩০তম মিনিটে ব্যবধান কমানোর প্রথম সুযোগ পেয়েছিল তুরস্ক। ব্রাজিলের গোলপোস্টের ডানকোন থেকে কোনাকুনি শট নেন আরদা তুরান। অ্যাতলেতিকো মাদ্রিদের এ তারকা স্ট্রাইকারের মাপা শটটি অসাধারণ একটি ডাইভ দিয়ে রুখে দেন দিয়েগো আলভেজ।ম্যাচের ৪২তম মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন উইলিয়ান। তবে, দুই মিনিট পরে ঠিকই গোল পান তিনি। দারুণ একটি পাস থেকে নেইমারের বাড়ানো বলে গোল করেন উইলিয়ান। ফলে, অতিথি হিসেবে খেলতে নেমে প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নেয় ব্রাজিল।প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া দুঙ্গা বাহিনী বিরতির পরে আবারো আগের চেহারাতেই ফিরে আসে। এসময় স্বাগতিকরা তাদের গোলরক্ষক ভলকানো দেমিরেলকে মাঠ থেকে উঠিয়ে ভলকানো বাবাকানকে মাঠে নামায়।
আর গোলরক্ষক পরিবর্তনের ফলও পায় তুরস্ক। ম্যাচের ৫৪তম মিনিটে ডেভিড লুইজের দারুণ একটি হেড থেকে যাওয়া বলকে রুখে দেন বাবাকান। এ সময় বাবাকানকে দৌড়ে গিয়ে অভিনন্দন জানাতেও ভুল করেননি ডেভিড লু্ইজ।ম্যাচের ৬০তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন বার্সেলোনা তারকা নেইমার। উইলিয়ানের সঙ্গে ওয়ান টাচ পাস খেলে দারুণভাবে বাবাকানকে পরাস্ত করেন তিনি। ফলে, সেলেকাওরা ৪-০ গোলে এগিয়ে যায়।ম্যাচের ৭১তম মিনিটে আরদা তুরানের পাস থেকে ফাঁকায় বল পেয়েও গোল করতে ব্যর্থ হন বুলুত। তিনি সরাসরি ব্রাজিল গোলরক্ষক আলভেজের গায়ে বল মেরে দেন।ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নেইমাররা। বিশ্বকাপের পর কলম্বিয়া, ইকুয়েডর, আর্জেন্টিনা আর জাপানের পর এবার নেইমারবাহিনী হারালো তুরস্ককে। পরের ম্যাচে ১৮ নভেম্বর তারা মুখোমুখি হবে অস্ট্রিয়ার।
শেয়ার করুন