আপডেট :

        শিশুটির মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা

        আমি মনে করি, আমার জায়গায় আমি এক নম্বর: বাপ্পারাজ

        মাহমুদউল্লাহ রিয়াদকে বিশেষ সম্মান জানালো আইসিসি

        যুদ্ধ বন্ধে রাশিয়াও চাপে

        বাঁচানো গেল না মাগুরার সেই শিশুকে

        আর্কাডিয়ায় বাড়িতে অনুপ্রবেশকারীর গুলিতে ৬১ বছর বয়সী পিতার মৃত্যু; সন্দেহভাজন পলাতক

        ৫৫ মিলিয়ন ডলারের মাদক বাজেয়াপ্ত, ৩ সন্দেহভাজন ফেন্টানাইল পাচারকারী গ্রেফতার

        ক্যালিফোর্নিয়ার গভর্নর পদের জন্য প্রার্থী হলেন কেটি পোর্টার

        মহাকাশের রহস্য উদঘাটনে নতুন মিশন: নাসার স্পেস টেলিস্কোপ ‘স্পেরেক্স’ উৎক্ষেপণ

        লস এঞ্জেলেসে হামের সংক্রমণ, আক্রান্ত ব্যক্তি এলএএক্স-সহ একাধিক স্থানে ভ্রমণ করেছেন

        লস এঞ্জেলেস কাউন্টিতে হাম সংক্রমণের ঝুঁকি কতটুকু? টিকা নেওয়া প্রয়োজন কি না, বলছেন বিশেষজ্ঞরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বুধবার রাত থেকে ভারী বৃষ্টি ও তুষারপাতের আশঙ্কা

        আগুনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাসিন্দাদের জন্য সর্তকতা ও সরিয়ে নেওয়ার নির্দেশনা

        লস এঞ্জেলেস কাউন্টির সব সৈকতে প্রবেশে নিষেধাজ্ঞা, ভারী বর্ষণে বাড়ছে দূষণের ঝুঁকি

        ছেলের সাথে পরীমণির ‘প্রজাপতি খেলা’

        ট্রাম্প যুদ্ধ থামাতে চান কতটা ছাড় দিয়ে?

        শিশুছাত্রকে ধর্ষণের দায়ে মাদ্রাসাশিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত

        তালাকপ্রাপ্ত মেয়েরাও মৃত বাবার মাসিক পেনশনের অংশ পাওয়ার অধিকারী হবেন

        বাংলাদেশের জন্য অর্থ সহায়তা ঘোষণা করেছে কানাডা

        মঞ্জুর এলাহীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

প্রবাসী বাংলাদেশিসহ মুসলিম-আমেরিকানদের নিরাপত্তার দাবি

প্রবাসী বাংলাদেশিসহ মুসলিম-আমেরিকানদের নিরাপত্তার দাবি

৩৬ ঘণ্টার মধ্যে ঘাতককে গ্রেফতারের জন্য নিউইয়র্কের পুলিশ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি ইমামসহ দুই বাংলাদেশিকে হত্যার মোটিভ উদঘাটিত না হওয়ায় প্রবাসী বাংলাদেশিসহ মুসলিম-আমেরিকানদের মধ্যে ভীতির সঞ্চার ঘটেছে।

বৃহস্পতিবার সকালে নিউইয়র্ক সিটি কাউন্সিলের সামনে নিহত ইমাম আলাউদ্দিন আকঞ্জি (৫৫) এবং তার সহকারি থারা উদ্দিন (৬৪) এর স্বজনসহ জুইশ, খ্রিস্টান এবং মুসলিম কম্যুনিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগের কথা ব্যক্ত করেন।

তারা মসজিদ এবং মুসল্লীগণের যাতায়াত পথে টহল পুলিশের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সিসিটিভির পরিমাণও বাড়ানোর আহ্বান জানান।

১৩ আগস্ট শনিবার ভর দুপুরে যোহর নামাজ শেষে ওজনপার্কে আল ফোরকান মসজিদ থেকে পায়ে হেঁটে বাসায় ফেরার পথে এক দৃর্বৃত্তের গুলিতে নিহত হন এই মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দিন আকঞ্জি এবং তার প্রতিবেশী থারা উদ্দিন। পরদিন রোববার দিবাগত রাতে ঘাতক হিসেবে অস্কার মরেলকে (৩৫) পুলিশ গ্রেফতার করেছে।

এ সময় অস্কারের বাসা থেকে পয়েন্ট ৩৮ ক্যালিবারের একটি রিভলবার ও গুলি বর্ষণের সময় পরা একটি শার্টও পুলিশ উদ্ধার করেছে। রিভলবারের ভেতর যে গুলি ছিল, একই ধরনের গুলি পাওয়া যায় ইমামের মাথায়। এর ফলে পুলিশ নিশ্চিত হয় যে, এই অস্কারই ইমামসহ দু’জনকে গুলি করে হত্যা করেছে।

হত্যাকান্ডের পর আশপাশের সিসিটিভিতেও অস্কারের ছবি দেখা যায়। এতদসত্বেও কুইন্স ক্রিমিনাল কোর্টে হাজির করা হলে ১৮ আগস্ট বৃহস্পতিবারও অস্কার ঐ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন বলে কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নীর অফিস থেকে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে সকলেই দৃঢ়তার সাথে উল্লেখ করেন যে, ধর্মীয় বিদ্বেষমূলক ভাবে এই হত্যাকান্ড সংঘটিত করা হয়েছে। এতদসত্বেও এখন পর্যন্ত অভিযুক্ত অস্কারের বিরুদ্ধে ‘হেইট ক্রাইম’র ধারা যুক্ত করা হয়নি। এটি সত্যি দু:খজনক। মুসলমান বলেই ইমামসহ দু’জনকে পেছন থেকে মাথায় রিভলবার ঠেকিয়ে গুলি করা হয়।

এদিকে, বৃহস্পতিবার আরেকটি অনুষ্ঠানে মিডিয়ার মুখোমুখী হলে সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো ইমাম হত্যাকান্ড প্রসঙ্গে বলেন, ‘রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষমূলক বক্তব্য, যুক্তরাষ্ট্রে মুসলমানদের নিষিদ্ধ করার আহবান জানানোর পরিপ্রেক্ষিতে মুসলিম আমেরিকানদের আক্রমণের মুখে ঠেলে দেয়া হয়েছে। মুসলিম কম্যনিটিতে ভীতির সঞ্চার ঘটেছে-এটি খবই সত্য এবং এজন্যে মলত: দায়ী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।’

‘ন্উিইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের গোয়েন্দারা সর্বাত্মকভাবে কাজ করছেন। কিন্তু এখন পর্যন্ত তারা হত্যার মোটিভ উদঘাটনে সক্ষম হয়নি। যতক্ষণ পর্যন্ত আমরা মোটিভ সম্পর্কে নিশ্চিত না হবো, ততক্ষণ পর্যন্ত সে ব্যাপারে কিছুই বলা সম্ভব নয়’-উল্লেখ করেন মেয়র।

এ ব্যাপারে ট্রাম্পের নির্বাচনী কর্মকর্তাদের বক্তব্য জানতে ই-মেইল পাঠানো হয়। কিন্তু বৃহস্পতিবার দিবাগত গভীর রাত পর্যন্ত তারা জবাব দেননি।

অস্কারকে পুনরায় সোমবার কোর্টে পেশ করা হবে। তাকে জামিনহীন আটকাদেশ দিয়ে কারাগারে রাখা হয়েছে।


সিটি কাউন্সিলের বারান্দায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইমাম আকঞ্জির জামাতা মোমিন আহমেদ অশ্রুসিক্ত কন্ঠে বলেন, ‘আমাদের হৃদয় ভেঙ্গে গেছে। তিনি ছিলেন অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। তবে আমি এবং পরিবারের সবাই নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি অস্কারকে গ্রেফতারের  জন্যে। একইসাথে আমরা জানতে চাই হত্যার কারণ এবং ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ সময় থারা উদ্দিনের শ্যালিকা আফিয়া উদ্দিন বলেন, ‘আমার ৬টি শিশু সন্তানই ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে। বাসার বাইরে যেতে চায় না।’

সংবাদ সম্মেলন থেকে সকল ধর্মীয় জনগোষ্ঠিকে এহেন ধর্ম-বিদ্বেষমূলক আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত