আপডেট :

        লস এঞ্জেলেসে ফের শক্তিশালী বাতাস, সতর্ক অবস্থানে দমকল বাহিনী

        পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে বলবেন ট্রাম্প

        চারজনের চাকরি গেল, হাজারো কর্মকর্তাকে বরখাস্তের হুমকি ট্রাম্পের

        পানামা খাল নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিলেন ট্রাম্প

        শপথ নিয়েই ‘ওয়ার্ক ফ্রম হোম’ সুবিধা বাতিল করলেন ট্রাম্প

        জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করলেন ট্রাম্প

        যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প

        সংবিধান সংস্কারে গঠিত কমিশন

        ট্রাম্প ও পুতিনের দ্রুত বৈঠকের ঘোষণা

        দারুণ একটি ইনিংস খেলেছে লিটনঃ কার্টলি অ্যামব্রোস

        দাবানলে পুড়ছে হলিউড

        খালাস পেলেন জাপার সাবেক এমপি অভি

        সুনামগঞ্জের মানুষ এখনও আমাকে ভুল বোঝে: নাসুম আহমেদ

        ‘ক্রিস্টিন এবং জয় আর একসঙ্গে নেই

        একাই দাবানলের বিরুদ্ধে লড়াই করলেন পেরেজ

        ১১০০ কোটি টাকার ডিজেল কিনছে বাংলাদেশ

        পরিত্যক্ত সোনার খনিতে মৃ ত দেহ

        নির্বাচনে বিলম্ব, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তত বাড়ছে

        মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে মুখ খুললো দিল্লি বিশ্ববিদ্যালয়

        জাতীয় সংসদ দ্বিকক্ষবিশিষ্ট করার সুপারিশ

নিউইয়র্ক সিটিকে আরও নিরাপদ, সাশ্রয়ী ও শ্রমজীবী মানুষের জীবনযাত্রার মান উন্নতকরন

নিউইয়র্ক সিটিকে আরও নিরাপদ, সাশ্রয়ী ও শ্রমজীবী মানুষের জীবনযাত্রার মান উন্নতকরন

অ‍্যাডামস্ প্রসাশন তার লক্ষ‍্যে পৌঁছাতে বদ্ধপরিপকর। দায়িত্বের প্রথম দিন থেকেই প্রশাসনটি নিউইয়র্ক সিটিকে আরও নিরাপদ, সাশ্রয়ী ও শ্রমজীবী মানুষের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ‍্যে কাজ করে যাচ্ছে। প্রশাসন এ সপ্তাহে ‘সেইফার টুগেদার: দ্যা অ্যাডামস্ এডমিনিস্ট্রেশন’স অ্যাপ্রোচ টু কমিউনিটি-ড্রাইবেন পাবলিক সেইফটি’ শীর্ষক একটি পাবলিক সেইফটি রিপোর্ট প্রকাশ করেছে। যেখানে দেখা যায়, প্রশাসনটির নিরাপত্তা কৌশল কার্যকর হয়েছে। পুরো সিটিতে অপরাধ কমেছে এবং সিটির বাসিন্দারা আরও নিরাপদ বোধ করছেন।’

এরমধ‍্যে সিটির এক হাজার ৩০০’-এর বেশি অবৈধ গাঁজার দোকান বন্ধ হয়েছে, ১৯ হাজার অবৈধ অস্ত্র জব্দ করা হয়েছে, মেট্রোতে অপরাধ ১৫ শতাংশ কমেছে। ‘কমিউনিটি লিংক’ প্রোগ্রাম দীর্ঘ মেয়াদি সমস্যার সমাধানে বিভিন্ন সংস্থাকে একত্রিত করে কাজ করছে। প্রশাসনের প্রচেষ্টার ফলে এ পর্যন্ত এক হাজার ৭০’-এর বেশি মাল্টি এজেন্টি অভিযান সম্পন্ন হয়েছে, ৭৩০’-এর বেশি কমিউনিটি অভিযোগ সমাধান করা হয়েছে এবং ১৬ হাজার সমন জারি করা হয়েছে; যাতে মানুষ আইন মেনে চলে।

এই বছর সিটির অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে- গোলাগুলি, হত্যাকাণ্ড, চুরি, বড় ধরনের ডাকাতি, গাড়ি চুরি এবং সাবওয়ে অপরাধ সবই কমেছে।

সোমবার (৯ ডিসেম্বর) কমিউনিটি অপ:এড-এ নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ‍্যাডামস্ এসব তথ‍্য জানান।

অ‍্যাডামস্ বলেন, ‘তবে শহরবাসীকে আরো নিরাপদ রাখতে আমাদের সম্প্রদায়ভিত্তিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন, যা আমাদের সব সংস্থাকে একত্রিত করে দীর্ঘ মেয়াদী সমস্যাগুলো সমাধান করতে সাহায‍্য করবে। আমরা পরিষেবা প্রদান ও মানুষের সহায়তার ওপরও মনোযোগ দিয়েছি। কমিউনিটি লিংকের মাধ্যমে আমরা রাস্তায় থাকা ২০০’-এরও বেশি মানুষকে আশ্রয় পেতে সহায়তা করেছি।’

তিনি আরো বলেন, ‘নিউইয়র্ক সিটির পাঁচটি বরোর বাসিন্দারা জননিরাপত্তা নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। তারা চেয়েছেন আমাদের রাস্তায় আরও পুলিশ মোতায়েন করা হোক ও দৈনন্দিন সমস্যাগুলোর সমাধান করা হোক। আমরা তাদের কথা শুনেছি ও কাজ শুরু করেছি। যেসব নিরাপত্তাজনিত সমস্যা সম্প্রদায় থেকে আমাদের কাছে তুলে ধরা হয়েছে, সেগুলো আমরা অগ্রাধিকার দিয়েছি ও কার্যকর পদক্ষেপ নিয়েছি। শুধু এই বছরেই আমরা চার হাজার নতুন পুলিশ নিয়োগ করেছি এবং অবৈধ ব্যবসায়, খুচরা চুরি, প্রকাশ্যে মাদকদ্রব্য ব্যবহার, মানসিক স্বাস্থ্য সংকট, স্ক্যাফোল্ডিং এবং লাইসেন্সবিহীন ক্যানাবিস দোকানের মত বিষয়গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’

এছাড়াও, এ সপ্তাহে রাস্তা ও ব্লক ধরে অপরাধ নির্মূল করতে ‘এভরি ব্লক কাউন্টস’ নামে একটি নতুন উদ্যোগ চালু করে অ‍্যাডামস্ প্রশাসন’ যা সিটির ব্রুকলিন ও ব্রঙ্কসের দশটি ব্লকে বাস্তবায়ন হচ্ছে। এতে রাস্তায় আলোকসজ্জা বৃদ্ধিসহ রাস্তা পরিষ্কার ও পুলিশ টহল জোরদার করা হচ্ছে।

তরুণদের সঠিক পথে রাখতে ‘স্যাটারডে নাইট লাইটস’ প্রোগ্রামের কর্মসূচির অংশ হিসেবে ওয়াশিংটন হাইটসে একটি নতুন বেসবল সেন্টার চালু করা হয়েছে; যাতে তারা খেলার মাধ্যমে নিজেদের বিকশিত করতে পারে।

‌‍এরিক অ‍্যাডামস্ বলেন, ‘আমরা তরুণ প্রজন্মকে অপরাধের পথ থেকে দূরে রাখতে ও তাদের সুরক্ষায় আমাদের প্রচেষ্টা দ্বিগুণ করেছি। আমরা জানি, কোন গন্তব্য না থাকা এবং কিছু করার মত সুযোগ না পাওয়া তরুণদের সহিংসতার পথে নিয়ে যেতে পারে। তাই, ‘স্যাটারডে নাইট লাইটস’ প্রোগ্রামটি করা। এটি আমাদের শিশুদের জন্য একটি নিরাপদ স্থান দেবে; যেখানে তারা মুক্তভাবে খেলাধুলা করতে পারবে এবং শিশু হিসেবে বেড়ে উঠতে পারবে। এই নতুন বেসবল সেন্টার তরুণদের জন্য রাত ও সপ্তাহান্তে একটি বিকল্প ব্যবস্থা তৈরি করবে।’

‘আমি জানি, আইনভঙ্গের পথে যাওয়ার যন্ত্রণা। আমি ১৫ বছর বয়সে ভুল পথে পা বাড়িয়েছিলাম। কিন্তু, দ্বিতীয় সুযোগ পেয়েছিলাম। প্রতিটি তরুণই এমন একটি সুযোগ পাওয়ার যোগ্য, যাতে তারা আমাদের শহরে তাদের জীবনের সর্বোচ্চ সম্ভাবনায় বিকশিত হতে পারে।’

‘অ‍্যাডামস্ প্রশাসন জীবনমান উন্নত করার পাশাপাশি অপরাধ মোকাবিলায় কাজ করে যাচ্ছে, যাতে প্রতিদিন নিউইয়র্ক সিটির পরিবারের সদস্য ও কর্মজীবী নাগরিকরা আরও নিরাপদ বোধ করেন।’

মেয়র বলেন, ‘নিউইয়র্ক সিটিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে নিরাপদ বড় শহর হিসেবে ধরে রাখার জন্য আমরা নিরলসভাবে ২৪ ঘণ্টা কাজ চালিয়ে যাব।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত