লস এঞ্জেলেস কাউন্টিতে হাম সংক্রমণের ঝুঁকি কতটুকু? টিকা নেওয়া প্রয়োজন কি না, বলছেন বিশেষজ্ঞরা
বিশ্বে যে কোনও সময় পরমাণু যুদ্ধ শুরু হতে পারে : নোয়াম চমস্কি
বিশ্বে যে কোনও সময় পরমাণু যুদ্ধ শুরু হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন ভাষাবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক নোয়াম চমস্কি।
রাশিয়ার টেলিভিশন চ্যানেলের এক অনুষ্ঠানে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চমস্কি।
তিনি বলেন, ‘বিশ্ব এর আগে কখনোই পরমাণু যুদ্ধ শুরুর এতো প্রবল সম্ভাবনা তৈরি হয়নি। রাশিয়া ও পশ্চিমা দেশগুলো আরেকটি শীতল যুদ্ধে জড়িয়ে পড়ায় বিশ্বে এ যুদ্ধ যেকোনো সময়ে শুরু হতে পারে।’
চমস্কি বলেন, ন্যাটো যে লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছিল তা বদলে গেছে। রাশিয়ার সীমান্তের নিকটবর্তী এলাকায় ন্যাটোর সম্প্রসারণ হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সরকার সামরিক ভারসাম্য বজায় রাখার বদলে ন্যাটো এখন বিশ্বের জ্বালানি ব্যবস্থার নিয়ন্ত্রণ দখল করতে চাচ্ছে বলে জানান তিনি।
শেয়ার করুন