আর্কাডিয়ায় বাড়িতে অনুপ্রবেশকারীর গুলিতে ৬১ বছর বয়সী পিতার মৃত্যু; সন্দেহভাজন পলাতক
বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর মন্তব্য
বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় গণহত্যা ইসরায়েলের মাধ্যমেই হচ্ছে। আমরা মুসলিম ও মুসলিম দেশগুলো একটি ঐক্যবদ্ধ কণ্ঠস্বর খুঁজে পাচ্ছি না, যে কণ্ঠস্বর শয়তানকে প্রত্যাখ্যান করবে, ফিলিস্তিনে শান্তি বয়ে আনবে এবং মানবতাকে রক্ষা করবে।
তুরস্কে অনুষ্ঠিত আল-কুদসের লীগ অব পার্লামেন্টারিয়ানদের পঞ্চম বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বললেন, 'দ্য লীগ অব পার্লামেন্টারিয়ানস ফর আল কুদস’ ন্যায়বিচার এবং ফিলিস্তিনের শান্তি ও অধিকারের জন্য লড়াই করছে। এই মহান উদ্যোগের জন্য তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে ধন্যবাদ জানাই। ফিলিস্তিনের পাশে সবসময় অটল থাকার জন্য আমি তুর্কি জনগণ ও সরকারকে ধন্যবাদ জানাই।
তিনি বলেন, আমি বিশ্বকে বলতে চাই, ফিলিস্তিন ছিল, ফিলিস্তিন আছে এবং ফিলিস্তিন থাকবে। তারা (ইসরায়েল) যত শক্তিশালীই হোক না কেন ফিলিস্তিনকে কখনোই মুছে ফেলতে পারবে না। তাই আমার বন্ধুরা তোমার হৃদয়ে দৃঢ় হও, ফিলিস্তিন কেয়ামত পর্যন্ত থাকবে।
বাস্তবতা বর্তমানে নির্মম, বেদনাদায়ক ও করুণ উল্লেখ করে নজিবুল বশর আরও বলেন, বিশ্ব ও মানবাধিকার কমিশনের কথা ভুলে যান। আজ ফিলিস্তিন পুড়ছে, হাজার হাজার শিশু, নারী ও নিরস্ত্র পুরুষকে গণহত্যা করা হচ্ছে।
এছাড়াও তিনি গাজাবাসী ও ফিলিস্তিনের জন্য আয়োজকদের কাছে পাঁচ দফা দাবি পেশ করেন।
এর আগে আল-কুদসের লীগ অব পার্লামেন্টারিয়ানদের পঞ্চম বার্ষিক সম্মেলনে যোগ দিতে তুরস্কে যান বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আফতাবুল বশর।
সম্মেলনে বিশ্বের ৮০ টি দেশ অংশগ্রহণ করেন। এতে ২৫ জন বক্তা যোগ দেন। এর মধ্যে ১০ জন বক্তব্য প্রদান করেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন