যুক্তরাষ্ট্র জাসাসের উদ্যোগে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সংস্থা (জাসাস) যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে খাবার বাড়ী চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশের সবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাস যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম ফারুক শাহীন ও সভা পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক রুহুল আমিন নাসির। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে সফররত বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য সচিব মুসফিকুল ফজল আনসারী। ঢাকা থেকে টেলিফোনে দোয়ায় শরিক হোন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিশিষ্ট সুরকার ও চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ার। দোয়া পরিচালনা করেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মওলানা অলিউল্লাহ মো: আতিকুর রহমান।প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, ৩৪ অঙ্গসংগঠনের প্রধান ও সাপ্তাহিক বাংলাদেশীদের সিই্ও শরাফত হোসেন বাবু। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও মিডিয়া ব্যক্তিত্ব আনিসুজ্জামান খোকন ফেনী জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূইয়া । স্টেট বিএনপির সিনিয়র সহ সভাপতি খালেক আকন্দ, স্টেট বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সাইদুর রহমান সাইদ, সিটি বিএনপির সভাপতি ও সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান সেলিম রেজা, গণতন্ত্র পুনরোদ্ধারের আহ্বায়ক মুনির হোসেন, আমরা জিয়ার সৈনিকের আহ্বায়ক হাজী সহিদুল ইসলাম সিকদার, সিটি বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো: কামাল উদ্দিন দিপু ও মহিলা দলের আহ্বায়ক নিরা রাব্বানী। প্রধান অতিথির বক্তব্যে মুসফিকুল ফজল আনসারী বলেন, আরাফাত রহমান কোকোর মৃত্যুতে সমগ্র জাতি শোকাহত। তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের সকলকে এই শোক সহ্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করে বলেন, এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু না, জিয়া পরিবারের প্রতি ষড়যন্ত্রের স্বীকার আরাফাত রহমান কোকো। এই শোককে শক্তিতে পরিনিত করে তিনি প্রবাসের জাতীয়বাদীদল সহ সকল অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান। বিএনপির এ্ই দুর্দিনে সকলকে ঐক্যবদ্ধভাবে নিউইয়র্কের ক্যাপিটাল ওয়াশিংটনে ১/১১ এর মতো জোর লবিং করার অনুরোধ জানান।প্রধান বক্তা শরাফল হোসেন বাবু বলেন, আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুতে তার পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই ফ্যাসিস্ট সরকার এখন লাইফ সাপোর্টে আছেন।অনুষ্ঠানে রুহুল আমিন নাসিরকে জাসাস যুক্তরাষ্ট্র শাখার সাধারন সম্পাদক, শহিদুল ইসলাম আঁকনকে সাংগঠনিক সম্পাদক, মনি আকতারকে মহিলা সম্পাদিকার দায়িত্ব দেওয়া হয়। মরহুম আরাফাত রহমান কোকো নিয়ে একটি কবিতা আবৃত্তি করেন জাসাস এর সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম আঁকন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জাসাস যুগ্ম সাধারন সম্পাদক আনিসুল ইসলাম খোকন, ওয়াহিদ আলী মন্ডল, এস.এ হাসান, আশিক মাহমুদ, এস.এম. হাসান, আলমগীর হোসেন, রুবি চৌধুরী, আশরাফুজ্জামান, সাইদুল ইসলাম জয়, ইফতেখারুল ইসলাম লিয়ন, মো: ইউছুফ হোসেন, মো: সোহাগ, মো: খালেক হোসেন, শহিদ উদ্দিন, মোয়াজ্জেম হোসেন লিমন, মো: শহিদ আলম, মো: জিকু তালুকদার প্রমুখ।সভাপতির বক্তব্যে গোলাম ফারুক শাহীন বলেন, আরাফাত রহমান কোকোর ঢাকার বিশাল জানাজাই প্রমান করে জিয়া পরিবার বাংলাদেশের মানুষের কাছে কত প্রিয়। তিনি বিএনপির চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান, দেশ নায়ক তারেক রহমান সহ জিয়া পরিবারের সকলকে এই শোক সহ্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করেন। এই বৈরী আবহাওয়ার মধ্যে উপস্থিত হয়ে মরহুম আরাফত রহমান কোকোর দোয়া মাহফিল সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানান।
শেয়ার করুন