লস এঞ্জেলেস মাতালেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী জেফ্রি ইকবাল
গত ১৭ জানুয়ারি ২০১৫ তারিখে Embassy Suites Mandlay Beach Hotel & Resort,2101 Mandlay Beach Road,Oxnard,CA – এ সাংস্কৃতিক অনুষ্ঠান মাতালেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী জেফ্রি ইকবাল ও তার সহ শিল্পীগণ । অনুষ্ঠানের মডারেটর ডাঃ হাসান মুরাদ চৌধুরী ভাষণের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান । বাংক্যুয়াইট প্রোগ্রাম শুরু হয় সন্ধ্যা ০৭ টায় । সর্ব প্রথম বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গিতের পরিবেশনা হয় । অনুষ্ঠানে BMANA এর বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিরা বক্তৃতা প্রদান করেন । এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস ম্যান ব্রাড শেরম্যান । তিনি সিতারা খানের হাতে একটি পুরুস্কার তুলে দেন । অনুষ্ঠানে ভাষণ দেন বাংলাদেশ কনসুল জেনারেল লাইলা সুলতানা । এরপর রাতের খাবার খাওয়া হয় । তারপর জনাব ফিরোজ ফাখরি জনাব রইস ভুঁইয়া সম্পর্কে আলোচনা করেন এবং তার উপর লেখা একটি বই “True American” সম্পর্কে সবাইকে অবগত করেন । অনুষ্ঠানে সবাই অসুস্থ্য ডাঃ হাসেমের জন্য দোয়া করেন ।
রাত ০৯টার দিকে সাংস্কৃতিক শুরু হয় । ডাঃ সালমা খান ও ডাঃ আনিসুল আসলাম জেফ্রি ইকবাল এবং জমি জর্জ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন । এর পর শুরু হয় মুল অনুষ্ঠান । শুরু হয় জেফ্রি ইকবাল এবং জমি জর্জের মন মুগ্ধ করা অনুষ্ঠান । গানের অনুষ্ঠানের মধ্য বিরতিতে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় । রাত ১১টায় এ চোখ ধাঁধানো অনুষ্ঠান শেষ হয় ।
শেয়ার করুন