৫৫ মিলিয়ন ডলারের মাদক বাজেয়াপ্ত, ৩ সন্দেহভাজন ফেন্টানাইল পাচারকারী গ্রেফতার
লস এঞ্জেলেসের লিটল বাংলাদেশে পালিত হয় বিজয়ের ৪৩তম বার্ষিকী
মুক্তিযুদ্ধের শহীদানের প্রতি গভির শ্রদ্ধা ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র ভালোবাসায় লস এঞ্জেলেসের লিটল বাংলাদেশে পালিত হয় বিজয়ের ৪৩তম বার্ষিকী। ১৬ঈ ডিসেম্বর অপরাণহে 'লিটল বাংলাদেশ কমিউনিটি' আয়োজিত মহান বিজয় দিবসের এই অনুষ্ঠানে সমবেত কন্ঠে জাতিয় সংগীত পরিবেশিত হয়। লিটল বাংলাদেশের দেশী রেস্টুরেন্ট চত্বরে অনুষ্ঠিত বিজয়ের ৪৩ তম বার্ষিকীর এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিউনিটি নেতা ও বাফলা'র প্রাক্তন প্রেসিডেন্ট ডক্টর এম এ হাসেম। আলোচনা করেন বিশিষ্ট কমিউনিটি নেতা মমিনুল হক বাচ্চু, মুরশেদ আলম, আশরাফ হোসাইন আকবর, নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, আব্দুল মান্নান প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে 'পতাকা মানব' ক্ষ্যত লস এঞ্জেলেস প্রবাসী মেহেদী হাসান, সিটি কমিশনার মারুফ ইসলাম, উইমেনস অর্গানাইজার ও কমিউনিটি এক্টিভিস্ট ড্যানি তাইয়্যেব, মুক্তিযোদ্ধা আবুল খয়ের প্রমুখ। শহীদানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন মাও: আবু জাফর সিদ্দিকী। শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা ও সমবেত ভাবে লাল সবুজের বেলুন ওড়ানো হয়। অনুষ্ঠান শেষে দেশাত্মবোধক সংগিত পরিবেশিত হয়।
শেয়ার করুন