৫৫ মিলিয়ন ডলারের মাদক বাজেয়াপ্ত, ৩ সন্দেহভাজন ফেন্টানাইল পাচারকারী গ্রেফতার
লস এঞ্জেলসে আকম্মিক বন্যা
ভারি ববর্ষনের ফলে লস এঞ্জেলসে ও পার্শবর্তী এলাকায় বন্যা ও ভুমি ধসের আশংকা করা হয়েছে। সোমবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অবিরাম বর্ষনের ফলে এ রকম জরুরি সতর্কতা জারি করা হয়। রাত ১১টার পর থেকে সান্তা বারবারা ও ভেনচুরা কাউন্টিতে ভারি থেকে ভারি বর্ষন শুরু হয়। ভেনচুরা কাউন্টি কোস্ট, টরেন্স সিটি, এ্যান্টেলোপ ভ্যালি, সান গ্যাব্রিয়েল ভ্যালি ও লস এঞ্জেলেস কাউন্টি পর্বত সমুহে মংগলবার রাত ১১.০৭ থেকে বুধবার সকাল ০৬.০০ পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে।ভেনচুরা ও লস এঞ্জেলেসে শতকরা ২০ ভাগ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।বিষেশজ্ঞরা আশা করছেন, এভারি বর্ষন ভোর ৫টা হতে সকাল ৭টার মধ্যে অরেঞ্জ কাউন্টি ও ইনল্যান্ড এমপায়ারের দিকে চলে যাবে।নদী উপকুল গুলোতে সতর্কতা জারি করা হয়েছে। তবে বুধবার বিকালের পর আকাশ পরিস্কার হয়ে যেতে পারে।বর্ষনে ঐসকল এলাকার তাপমাত্রা বেশ নেমে গেছে। শহরের বিভিন্ন রাস্তায় পানি জমে গেছে। থেমে থেমে এখনও বৃষ্টি হচ্ছে। অনেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে দুএক দিনের ভেতর পরিস্থিতির উন্নতি হবে।
শেয়ার করুন