ভিক্টরভিলে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু, সন্দেহভাজন এখনও অধরা
ভিক্টরভিলে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু, সন্দেহভাজন এখনও অধরা
ছবিঃ এলএবাংলাটাইমস
ভিক্টরভিলে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন খুঁজছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার, ১৭ এপ্রিল সন্ধ্যা ৭:১৪ মিনিটে সান বার্নার্ডিনো কাউন্টি শেরিফের ডেপুটিরা একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ‘মারণাস্ত্র দিয়ে হামলা’র অভিযোগে সাড়া দেন।
সেনেকা রোডে অবস্থিত ওই কমপ্লেক্সে পৌঁছে ডেপুটিরা অ্যাপল ভ্যালির ৫৩ বছর বয়সী বাসিন্দা জারমেইন ট্রটারকে একটি পার্কিং লটে মাটিতে পড়ে থাকতে দেখেন, যার শরীরে একাধিক গুলির চিহ্ন ছিল। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
রবিবার, ট্রটার তাঁর আঘাতের কারণে মারা যান। বৃহস্পতিবার পর্যন্ত কোনো সন্দেহভাজনকে শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন