রিভারসাইডে বেপরোয়া গাড়ি দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ রেস্তোরাঁ ব্যবসায়ীর
ক্যালিফোর্নিয়ার ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা
ছবিঃ এলএবাংলাটাইমস
২০২৫ সালের ১৬ এপ্রিল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম ঘোষণা দিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন আমদানি শুল্কের বিরুদ্ধে রাজ্য সরকার ফেডারেল আদালতে মামলা করবে। তার দাবি, এই শুল্কগুলো অবৈধ এবং ক্যালিফোর্নিয়ার অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর।
মামলাটি উত্তর ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে দায়ের করা হবে। গভর্নর নিউজম ও অ্যাটর্নি জেনারেল রব বন্টা বলেন, ট্রাম্প আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (IEEPA) ব্যবহার করে যে ভাবে এককভাবে শুল্ক আরোপ করেছেন, তা আইনসম্মত নয়। তারা যুক্তি দিয়েছেন, এই আইন প্রেসিডেন্টকে এত বিস্তৃত ক্ষমতা দেয় না।
ক্যালিফোর্নিয়ার প্রশাসনের মতে, এই শুল্কের ফলে রাজ্যের অর্থনীতি বড় ধাক্কা খেয়েছে। বিশেষ করে কৃষি ও প্রযুক্তি খাত, যেগুলো আন্তর্জাতিক বাণিজ্যের ওপর নির্ভরশীল। এছাড়াও লস অ্যাঞ্জেলেস, লং বিচ এবং ওকল্যান্ড বন্দরগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় প্রভাব পড়েছে।
এই মামলা কেবল অর্থনৈতিক দিক থেকেই নয়, বরং রাজনৈতিক ও সাংবিধানিকভাবেও গুরুত্বপূর্ণ। ক্যালিফোর্নিয়া চায় এই শুল্কগুলোকে “বেআইনি ও অকার্যকর” ঘোষণা করতে। একই সঙ্গে প্রেসিডেন্টের একতরফা বাণিজ্য নীতির বিরুদ্ধেও এটি একটি বার্তা দেবে বলে মনে করছে প্রশাসন।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন