ক্যালিফোর্নিয়া গভর্নর নির্বাচনে এগিয়ে কামালা হ্যারিস, বলছে নতুন জরিপ
সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় গরমের তাপমাত্রা শীর্ষে, ইনল্যান্ড এলাকায় তীব্র তাপপ্রবাহ
ছবিঃ এলএবাংলাটাইমস
সাউদার্ন ক্যালিফোর্নিয়ার আবহাওয়ায় উষ্ণতার ধারা শীর্ষে পৌঁছাতে চলেছে, বিশেষ করে ইনল্যান্ড এলাকাগুলিতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তাপমাত্রা দেখা যাবে।
KTLA-এর আবহাওয়াবিদ হেনরি ডিকারলো জানান, "আমরা খুবই গরম আবহাওয়ার দিকে যাচ্ছি, তাপমাত্রা ৯০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে। আজ না হলেও বৃহস্পতিবার ও শুক্রবার তা নিশ্চিতভাবেই হবে। তাই প্রস্তুত থাকুন।"
এই অতিরিক্ত গরমের জন্য দায়ী অঞ্চলের উপর একটি উচ্চচাপ বলয়ের গঠন। পাম স্প্রিংসে বুধবারের সর্বোচ্চ তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে উপকূলীয় এলাকাগুলিতে দুপুরের তাপমাত্রা তুলনামূলকভাবে অনেকটাই সহনীয় থাকবে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস (NWS)। উপকূল থেকে দূরের এলাকাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ১০ ডিগ্রি বেশি হতে পারে।
ভালো খবর হচ্ছে, সপ্তাহান্তের দিকে একটি অনশোর ফ্লো (সমুদ্রের দিক থেকে আসা বাতাস) তাপমাত্রা কিছুটা কমিয়ে স্বাভাবিকের কাছাকাছি নিয়ে আসতে পারে।
হেনরি বলেন, “আপনি পার্থক্যটা অবশ্যই অনুভব করবেন, তবে তখনও আবহাওয়া গরমই থাকবে।”
যারা এই সপ্তাহান্তে ইন্ডিওতে কোচেল্লা উৎসবে যাচ্ছেন, তারা শুক্রবার ১০১ ডিগ্রি, শনিবার ৯৬ ডিগ্রি এবং রবিবার ৯৩ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা প্রত্যাশা করতে পারেন।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন