সুস্থ হয়ে উঠছে পাহাড়ি সিংহ শাবক, বনে ফেরার পথে
ছবিঃ এলএবাংলাটাইমস
প্রায় ৮০ দিন আগে ওরেঞ্জ কাউন্টিতে গাড়ির ধাক্কায় আহত একটি পাহাড়ি সিংহের শাবক এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে এবং শিগগিরই আবার বনে ফিরতে পারে বলে জানিয়েছে সান ডিয়েগো হিউমেইন সোসাইটির রামোনা ওয়াইল্ডলাইফ সেন্টার।
ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ তাকে ১৫ জানুয়ারি সংগঠনটিতে নিয়ে আসে। এক্স-রেতে তার মাথার খুলি ভেঙে যাওয়া ও চোখে আঘাত ধরা পড়ে, সঙ্গে ছিল পেছনের পায়ে অস্বাভাবিকতা।
টিমটি শাবকটির চিকিৎসায় ব্যথানাশক, পুষ্টিকর খাদ্য ও দিনরাত নজরদারিসহ নিবিড় যত্ন নেয়। পরবর্তীতে তাকে বাইরে একটি ঘেরের মধ্যে রাখা হয় যাতে সে ধীরে ধীরে নিজেকে গড়ে তুলতে পারে।
বর্তমানে সে মানুষের উপস্থিতি এড়িয়ে চলা ও নিজে শিকার করার মতো বুনো দক্ষতা দেখাচ্ছে। তবে তাকে সম্পূর্ণ মুক্ত করার আগে আরও ওজন বাড়াতে হবে এবং কয়েকটি দক্ষতা অর্জন করতে হবে।
রামোনা ওয়াইল্ডলাইফ সেন্টারের অটাম নেলসন জানান, সঠিক সময় ও পরিস্থিতি বিবেচনায় কবে তাকে ছাড়বে তা নির্ধারণ করবে ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ বিভাগ।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন