লস এঞ্জেলসে গুলির ঘটনায় একজন নিহত, আহত চারজন
ছবিঃ এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেসে গুলির ঘটনায় একজন পুরুষ নিহত ও আরও চারজন আহত হয়েছেন। লস এঞ্জেলস কাউন্টি শেরিফ দপ্তর জানায়, ৫ এপ্রিল দুপুর ২টা ২০ মিনিটে গুলিবিদ্ধ একজন ব্যক্তির খবরে তারা ঘটনাস্থলে পৌঁছায়। দক্ষিণ ম্যানহাটন প্লেসের ১১০০০ ব্লকে পৌঁছে তারা পাঁচজন গুলিবিদ্ধ ব্যক্তিকে খুঁজে পান—চারজন পুরুষ ও একজন নারী।
লস এঞ্জেলস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা এসে একজন পুরুষকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন।
বাকি চারজন আহতকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানানো হয়েছে।
এই ঘটনার সঙ্গে জড়িত কোনো সন্দেহভাজনকে আটক করা হয়েছে কিনা, তা এখনও জানানো হয়নি। নিহত বা আহত ব্যক্তিরা একে অপরকে অথবা হামলাকারীকে চিনতেন কিনা, তাও প্রকাশ করা হয়নি।
হত্যাকাণ্ড সংক্রান্ত তদন্ত চলছে এবং শনিবার রাত পর্যন্ত কোনো অতিরিক্ত তথ্য পাওয়া যায়নি। যারা এই ঘটনার বিষয়ে কোনো তথ্য জানেন, তাদের লস এঞ্জেলস কাউন্টি শেরিফ দপ্তরের হোমিসাইড ব্যুরোতে (৩২৩-৮৯০-৫৫০০) যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন