ভেনচুরা কাউন্টিতে গ্যাং-সম্পর্কিত হামলার ঘটনায় ৪ সন্দেহভাজন গ্রেফতার
উত্তর মেসিডোনিয়ার নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৫৯
ছবি: এলএবাংলাটাইমস
উত্তর মেসিডোনিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর কোচানিতে এক নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
রবিবার এক সংবাদ সম্মেলনে উত্তর মেসিডোনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী প্যান্সে তোশকোভস্কি জানান, নিহতদের সবার বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। তাদের মধ্যে একজন পুলিশ সদস্যও ছিলেন, যিনি কর্তব্যরত অবস্থায় নাইটক্লাবটিতে উপস্থিত ছিলেন।
কোচানি জেনারেল হাসপাতালের প্রধান ডা. ক্রিস্টিনা সেরাফিমোভা জানান, নিহতদের বেশিরভাগই ধোঁয়ায় দমবন্ধ হয়ে, আগুনে পুড়ে এবং আতঙ্কের কারণে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন। তিনি বলেন, নাইটক্লাবটিতে শুধুমাত্র একটি মাত্র出口 ছিল, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছিল।
আহত ১৫৫, কয়েকজনের অবস্থা সংকটাপন্ন
এই অগ্নিকাণ্ডে আরও ১৫৫ জন আহত হয়েছেন, যাদের বয়স ১৪ থেকে ২৪ বছরের মধ্যে। সেরাফিমোভা জানান, আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক এবং তারা জীবন রক্ষাকারী যন্ত্রের সাহায্যে শ্বাস নিচ্ছেন। গুরুতর আহতদের দেশের বিভিন্ন হাসপাতালসহ বিদেশেও পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত
স্বরাষ্ট্রমন্ত্রী তোশকোভস্কি জানান, এই ঘটনায় চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তবে তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। তিনি আরও বলেন, অর্থনীতি মন্ত্রণালয় এবং পাবলিক প্রসিকিউটর অফিস নাইটক্লাবের কাগজপত্র সংগ্রহ করছে এবং দায়ীদের চিহ্নিত করতে কাজ করছে।
নাইটক্লাবের মঞ্চে পারফর্ম করা ব্যান্ড DNK-এর ম্যানেজার ABC News-কে জানান, ঘটনাস্থলের ধারণক্ষমতা ৫০০ থেকে ৭০০ জনের মধ্যে ছিল। ব্যান্ডের আট সদস্যের মধ্যে কয়েকজনও আহত হয়েছেন।
পরিবারের আহাজারি, স্বজনদের সন্ধানে সামাজিক মাধ্যমে পোস্ট
অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই হতাহতদের পরিবার ও স্বজনরা সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করছেন। অনেকেই তাদের ফোন নম্বর এবং প্রিয়জনদের বিবরণ শেয়ার করছেন, যাতে কেউ কোনো খোঁজ পেলে তাদের জানাতে পারেন।
ডা. সেরাফিমোভা বলেন, নিহতদের মধ্যে প্রায় অর্ধেকের কাছেই কোনো পরিচয়পত্র ছিল না। ফলে, তাদের শনাক্ত করতে পরিবারের সদস্যদের কোচানি হাসপাতালে আসার আহ্বান জানানো হয়েছে।
পটকা বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত
স্বরাষ্ট্রমন্ত্রী তোশকোভস্কির মতে, স্থানীয় সময় রাত ২:৩৫ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নাইটক্লাবের ছাদে পার্টিতে ব্যবহৃত পটকার আগুন লেগে এই বিপর্যয় ঘটে। এ ঘটনায় একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তবে তার বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।
শোক প্রকাশ বিশ্বনেতাদের
উত্তর মেসিডোনিয়ার প্রধানমন্ত্রী হ্রিস্টিজান মিকোস্কি এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন,
"এতগুলো তরুণ প্রাণের মৃত্যু অপূরণীয় ক্ষতি। শোকাহত পরিবার, বন্ধু ও স্বজনদের কষ্টের কোনো তুলনা হয় না। সরকার সর্বোচ্চ চেষ্টা করবে এই বিপর্যয়ের কারণ নির্ধারণ ও যথাযথ ব্যবস্থা গ্রহণে।"
তিনি সবাইকে সংহতি, মানবতা ও দায়িত্বশীলতার আহ্বান জানান।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্স-এ লেখেন,
"আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই শোকের দিনে ইউক্রেন উত্তর মেসিডোনিয়ার পাশে আছে।"
আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা বলেন, আলবেনিয়া যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
ইউরোপিয়ান কমিশনার মার্তা কোস এক্স-এ এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।
এই ভয়াবহ দুর্ঘটনার কারণ ও দায়ীদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন