পিকো রিভেরায় টর্নেডোর আঘাত, ভেঙে পড়েছে গাছ ও বিদ্যুৎ লাইন
ছবিঃ এলএবাংলাটাইমস
পিকো রিভেরা এলাকার একটি মহল্লায় বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোরে টর্নেডোর আঘাত হানে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ (NWS)।
এই EF0 মাত্রার টর্নেডোটি স্থানীয় সময় রাত ৩:১৫ মিনিটে আঘাত হানে এবং মাত্র দুই মিনিট স্থায়ী হয়। বাতাসের গতি ছিল ঘণ্টায় ৮৫ মাইল।
এনডব্লিউএস-এর ছয়জন আবহাওয়াবিদ ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ পরিদর্শন করেন। গ্লেনক্যানন ড্রাইভ এবং চার্চ স্ট্রিটের চার ব্লক জুড়ে বেশ কয়েকটি গাছ উপড়ে পড়েছে এবং বিদ্যুৎ লাইন ভেঙে গেছে।
এটি এমন সময় ঘটেছে যখন একটি শক্তিশালী প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টিপাত ও প্রবল বাতাস নিয়ে আসে।
জাতীয় আবহাওয়া পরিষদের কর্মকর্তা এরিয়েল কোহেন এক সংবাদ সম্মেলনে বলেন, "এই ঝড়টি উপকূলীয় ক্যালিফোর্নিয়ার একটি বড় অংশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত, বন্যা এবং প্রবল বাতাসের প্রভাব ফেলেছে। এই পরিস্থিতির মধ্যেই আমরা নিশ্চিত হয়েছি যে, এটি একটি টর্নেডো ছিল।"
ঘটনাস্থল থেকে পাওয়া ফুটেজে দেখা গেছে, অন্তত ডজনখানেক গাছ উপড়ে গাড়ির ওপর এবং সামনে পড়ে আছে। রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ধ্বংসাবশেষ।
যদিও ঘরবাড়ির বড় ধরনের ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি, তবে কিছু বাড়ির ছাদের টাইলস উড়ে গেছে।
কোহেন বলেন, "এখানে টর্নেডো হতে পারে, যেকোনো সময় যেকোনো জায়গায় হতে পারে। লস অ্যাঞ্জেলেসের এই অংশ, বিশেষ করে পূর্ব এলাকা এবং এলএ বেসিন অঞ্চলে তুলনামূলকভাবে বেশি টর্নেডো হয়ে থাকে।"
তিনি আরও জানান, "এটি এমন একটি এলাকা, যেখানে টর্নেডোর সংখ্যা কিছু ক্ষেত্রে মধ্য-পশ্চিম যুক্তরাষ্ট্রের কয়েকটি অঞ্চলের সমতুল্য।"
এই ঘটনায় কেউ আহত হয়নি, বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন