লস এঞ্জেলেস কাউন্টির বাসিন্দাদের জন্য কর ফাইলিংয়ের সময়সীমা বাড়ানো হয়েছে
মালিবুতে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, লস এঞ্জেলেস ও ভেনচুরা কাউন্টিতে কম্পন অনুভূত
ছবিঃ এলএবাংলাটাইমস
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (USGS) অনুযায়ী, শুক্রবার গভীর রাতে মালিবু এলাকায় ৩ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ১১:৪৪ মিনিটে সংঘটিত হয় এবং লস এঞ্জেলেস ও ভেনচুরা কাউন্টিতে কম্পন অনুভূত হয়।
USGS-এর তথ্য অনুসারে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মালিবু থেকে প্রায় ৬.৮ মাইল উত্তর-পশ্চিমে এবং ওয়েস্টলেক ভিলেজ থেকে ৮.৪ মাইল দূরে ছিল। এটি ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৯.৫ মাইল গভীরে সংঘটিত হয়।
একটি USGS মানচিত্র অনুযায়ী, ভেনচুরা কাউন্টির বেশ কয়েকটি শহর যেমন পোর্ট হুনিমে, অক্সনার্ড, ক্যামারিলো এবং সিমি ভ্যালিতে কম্পন অনুভূত হয়েছে। লস এঞ্জেলেস কাউন্টিতেও কম্পন অনুভূত হয়েছে, বিশেষ করে লং বিচ, পোর্টার রাঞ্চ এবং পূর্ব দিকে হুইটিয়ার পর্যন্ত।
তাৎক্ষণিকভাবে কোনো আহত হওয়ার ঘটনা বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
চলতি বছরে মালিবু এলাকা চরম আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন দুর্যোগের সম্মুখীন হয়েছে। এর মধ্যে প্যালিসেডস আগুন এবং সাম্প্রতিক কাদা ধস উল্লেখযোগ্য।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন