লস এঞ্জেলেস কাউন্টির বাসিন্দাদের জন্য কর ফাইলিংয়ের সময়সীমা বাড়ানো হয়েছে
ছেলের সামনে স্ত্রীকে গুলি করে হত্যা
ছবিঃ এলএবাংলাটাইমস
সান্তা মনিকার ৬৪ বছর বয়সী এক ব্যক্তি তার স্ত্রীকে মাথায় গুলি করে হত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। পুলিশ জানিয়েছে, চলতি মাসের শুরুর দিকে ওই ব্যক্তি তাদের কিশোর ছেলের সামনেই এ হত্যাকাণ্ড ঘটান।
লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) জানিয়েছে, মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ৫ ফেব্রুয়ারি রাত ৭টা ২৫ মিনিটের দিকে, এনসিনোর ১৮০০০ ব্লকের সান্তা রিটা স্ট্রিটে।
পুলিশের দেয়া তথ্যে বলা হয়েছে, কীভাবে গুলি চালানোর ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। তবে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ৫৪ বছর বয়সী লিন্ডা ফারজানকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পায়। তিনি তার কিশোর ছেলের সঙ্গে একটি ধর্মীয় সভায় অংশ নিতে গিয়েছিলেন, যেখানে তার ছেলেই এই হত্যাকাণ্ড প্রত্যক্ষ করেছে।
পুলিশ আরও জানিয়েছে, গুলির পর সন্দেহভাজন ঘাতক শন ফারজান, নিহত নারীর স্বামী, পায়ে হেঁটে পালিয়ে যান। তবে কিছুক্ষণ পরই তাকে গ্রেফতার করা হয়।
তদন্তকারীরা এখনো এই হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি। তবে লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দম্পতির মধ্যে বিবাহবিচ্ছেদ প্রক্রিয়াধীন ছিল, আর এর মধ্যেই এ হত্যাকাণ্ড ঘটে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নাথান হকম্যান এক বিবৃতিতে বলেন, "এটি একটি মর্মান্তিক এবং গভীরভাবে উদ্বেগজনক হত্যাকাণ্ড, যা একটি শিশুর সামনে সংঘটিত হয়েছে। কোনো পরিবারকেই এ ধরনের ট্র্যাজেডির শিকার হওয়া উচিত নয়। আমরা এই নিষ্ঠুর ও অর্থহীন অপরাধের জন্য দায়ী ব্যক্তিকে বিচারের মুখোমুখি করতে সর্বোচ্চ চেষ্টা করব।"
এই ৬৪ বছর বয়সী ব্যক্তি বর্তমানে বিনা জামিনে আটক রয়েছেন। তার বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি ফেলনি হত্যা এবং গুরুতর শারীরিক ক্ষতির আশঙ্কাজনক পরিস্থিতিতে শিশু নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।
আগামী ২০ ফেব্রুয়ারি তার আদালতে হাজিরার দিন নির্ধারণ করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাকে প্যারোল ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হতে পারে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন