আপডেট :

        লস এঞ্জেলেসে ফের শক্তিশালী বাতাস, সতর্ক অবস্থানে দমকল বাহিনী

        পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে বলবেন ট্রাম্প

        চারজনের চাকরি গেল, হাজারো কর্মকর্তাকে বরখাস্তের হুমকি ট্রাম্পের

        পানামা খাল নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিলেন ট্রাম্প

        শপথ নিয়েই ‘ওয়ার্ক ফ্রম হোম’ সুবিধা বাতিল করলেন ট্রাম্প

        জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করলেন ট্রাম্প

        যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প

        সংবিধান সংস্কারে গঠিত কমিশন

        ট্রাম্প ও পুতিনের দ্রুত বৈঠকের ঘোষণা

        দারুণ একটি ইনিংস খেলেছে লিটনঃ কার্টলি অ্যামব্রোস

        দাবানলে পুড়ছে হলিউড

        খালাস পেলেন জাপার সাবেক এমপি অভি

        সুনামগঞ্জের মানুষ এখনও আমাকে ভুল বোঝে: নাসুম আহমেদ

        ‘ক্রিস্টিন এবং জয় আর একসঙ্গে নেই

        একাই দাবানলের বিরুদ্ধে লড়াই করলেন পেরেজ

        ১১০০ কোটি টাকার ডিজেল কিনছে বাংলাদেশ

        পরিত্যক্ত সোনার খনিতে মৃ ত দেহ

        নির্বাচনে বিলম্ব, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তত বাড়ছে

        মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে মুখ খুললো দিল্লি বিশ্ববিদ্যালয়

        জাতীয় সংসদ দ্বিকক্ষবিশিষ্ট করার সুপারিশ

লস এঞ্জেলেসে স্কুল পুনরায় খুলবে সোমবার, তবে কিছু স্কুল বন্ধ থাকবে

লস এঞ্জেলেসে স্কুল পুনরায় খুলবে সোমবার, তবে কিছু স্কুল বন্ধ থাকবে

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট (LAUSD) জানিয়েছে, সোমবার (১৩ জানুয়ারি) থেকে তাদের অধিকাংশ স্কুল পুনরায় খুলবে। তবে, কিছু স্কুল এখনো বন্ধ থাকবে, কারণ সেগুলো বাধ্যতামূলক সরিয়ে নেওয়ার (mandatory evacuation) নির্দেশনার আওতায় রয়েছে।

ডিস্ট্রিক্টের বিবৃতিতে বলা হয়েছে, যেসব স্কুল এখনো বন্ধ থাকবে সেগুলো হলো— ক্যানিয়ন চার্টার এলিমেন্টারি, কেন্টার ক্যানিয়ন চার্টার এলিমেন্টারি, প্যালিসেডস চার্টার এলিমেন্টারি, মার্কেজ চার্টার এলিমেন্টারি, টোপাঙ্গা চার্টার এলিমেন্টারি, লানাই রোড এলিমেন্টারি এবং পল রিভিয়ার মিডল স্কুল। পরিস্থিতি উন্নতি হলে এই স্কুলগুলো পুনরায় চালু করা হবে।

এছাড়া, রসকোমেয়ার রোড এলিমেন্টারি এবং কমিউনিটি ম্যাগনেট চার্টার স্কুল এখনো সরিয়ে নেওয়ার সতর্কতার (evacuation warning) মধ্যে রয়েছে। তাই সোমবার এই দুই স্কুলও বন্ধ থাকবে। ডিস্ট্রিক্ট বলেছে, সবার নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বায়ু দূষণ রোধে সতর্কতা

কার্পেন্টার কমিউনিটি চার্টার স্কুলের প্রিন্সিপাল জোসেফ মার্টিনেজ স্কুলের অভিভাবকদের জানান, বায়ু দূষণ রোধে স্কুলের সব এয়ার ফিল্টার পরিবর্তন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা ভালো পরিবেশে ক্লাস করতে পারে।

ডিস্ট্রিক্ট জানিয়েছে, প্যালিসেডস অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর শিক্ষার্থীদের জন্য নতুন ক্লাসরুম প্রস্তুত করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত কর্মীদের জন্য সহায়তা

LAUSD-এর সুপারিনটেনডেন্ট আলবার্তো কারভালো এক সংবাদ সম্মেলনে বলেছেন, যেসব কর্মী বাড়ি হারিয়েছেন বা সরিয়ে নেওয়া হয়েছে, তাদের জন্য পাঁচ দিনের ছুটি প্রদান করা হবে। এছাড়া, যারা বাস্তুচ্যুত হয়েছেন, তাদের জন্য ৫০০ ডলার সহায়তা দেওয়া হবে এবং কর্মীদের ছুটির দিনগুলো নগদ অর্থে রূপান্তর করার সুযোগ থাকবে।

সুপারিনটেনডেন্ট আরও জানান, সোমবার সব স্কুলে শিক্ষার্থীদের বেশি সময় ইনডোরে (ভিতরে) রাখতে ব্যবস্থা নেওয়া হবে।

LAUSD-এর পূর্ণ বিবৃতি

লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট (LAUSD) তাদের অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে—

‘আমরা সোমবার, ১৩ জানুয়ারি থেকে অধিকাংশ স্কুল ও অফিস পুনরায় চালু করতে যাচ্ছি। লস এঞ্জেলেস অঞ্চলের অধিকাংশ এলাকায় আগুন নিয়ন্ত্রণে আসায় এবং পরিবেশের অবস্থার উন্নতি হওয়ায় আমরা আত্মবিশ্বাসী যে শিক্ষার্থী ও কর্মীদের ক্যাম্পাসে ফেরা নিরাপদ হবে।

আমরা বেশ কিছু বিষয় বিবেচনা করেছি, যার মধ্যে রয়েছে— আগুন নিয়ন্ত্রণের অগ্রগতি, বায়ুর মান, বাতাসের গতি, বিদ্যুৎ সরবরাহ, রাস্তার প্রবেশাধিকার এবং স্কুল ক্যাম্পাসের প্রস্তুতি। তবে, যেসব এলাকায় সরিয়ে নেওয়ার নির্দেশনা এখনো কার্যকর রয়েছে, সেসব স্কুল বন্ধ থাকবে।

খোলা স্কুলগুলোতে পূর্ণ অবকাশকালীন আবহাওয়া (inclement weather) শিডিউল অনুসরণ করা হবে, যাতে বাইরে কোনো কার্যক্রম সীমিত থাকে। শিক্ষার্থী ও কর্মীদের জন্য মাস্ক সরবরাহ করা হবে।

যেসব স্কুল বাধ্যতামূলক সরিয়ে নেওয়ার নির্দেশনার আওতায় রয়েছে

ক্যানিয়ন চার্টার এলিমেন্টারি

কেন্টার ক্যানিয়ন চার্টার এলিমেন্টারি

প্যালিসেডস চার্টার এলিমেন্টারি

মার্কেজ চার্টার এলিমেন্টারি

টোপাঙ্গা চার্টার এলিমেন্টারি

লানাই রোড এলিমেন্টারি

পল রিভিয়ার মিডল স্কুল

এসব স্কুল পরিস্থিতি উন্নতি হলে পুনরায় চালু করা হবে এবং তখন অভিভাবকদের অবহিত করা হবে।

আমরা রসকোমেয়ার রোড এলিমেন্টারি এবং কমিউনিটি ম্যাগনেট চার্টার স্কুলের অবস্থাও ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। আগামীকাল (সোমবার) ভোর ৫টা ৩০ মিনিটের মধ্যে এই স্কুলগুলো নিয়ে সিদ্ধান্ত জানানো হবে।

আমরা পরিবার ও কর্মীদের জন্য শিশু যত্ন, পরিবহন, মানসিক স্বাস্থ্য সেবা এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দিতে স্থানীয় অংশীদারদের সঙ্গে কাজ করছি।

রাত ১০টায় আমাদের ওয়েবসাইটে (lausd.org) সর্বশেষ পরিস্থিতি জানানো হবে। যদি কোনো পরিবর্তন ঘটে, তবে ভোর ৫টা ৩০ মিনিটের মধ্যে পরিবার ও কর্মীদের তা জানিয়ে দেওয়া হবে’।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত