লস এঞ্জেলেসে ফের শক্তিশালী বাতাস, সতর্ক অবস্থানে দমকল বাহিনী
ক্যালিফোর্নিয়ায় ২০২৫ সালে নতুন যেসব আইন কার্যকর হতে যাচ্ছে
ছবিঃ এলএবাংলাটাইমস
নতুন বছর শুরু হতে যাচ্ছে, আর এর সঙ্গে ক্যালিফোর্নিয়ায় কার্যকর হবে বেশ কিছু নতুন আইন।
২০২৩-২৪ সালের আইন প্রণয়ন সেশনে গভর্নর গ্যাভিন নিউসম মোট ১,০১৭টি বিল আইনে স্বাক্ষর করেছেন। ক্রিস মিশেলি, একজন অভিজ্ঞ লবিস্টের মতে, গত দুই বছরে এই সেশনে মোট ৪,৮২১টি বিল প্রণয়ন করা হয়েছিল। তার মধ্যে এক-পঞ্চমাংশ আইন আকারে পাস হয়েছে।
নতুন বছরের জানুয়ারি থেকে বেশিরভাগ আইন কার্যকর হবে। নতুন পার্কিং নিয়ম থেকে শুরু করে স্বাস্থ্যসেবা এবং অন্যান্য বিষয়ে কয়েকটি উল্লেখযোগ্য আইন তুলে ধরা হলো:
ক্যানাবিস ক্যাফে
স্থানীয় কর্তৃপক্ষ এখন ক্যানাবিস রিটেইলারদের অনুমতি দিতে পারবে ক্যানাবিসবিহীন পানীয় ও খাবার প্রস্তুত এবং বিক্রি করতে। নতুন আইন অনুযায়ী, এসব ব্যবসা তাদের প্রাঙ্গণে টিকিট বিক্রির মাধ্যমে লাইভ ইভেন্ট আয়োজন করতে পারবে।
এটি আমস্টারডামের ক্যানাবিস ক্যাফের আদলে একটি পরিবেশ গড়ার লক্ষ্যে তৈরি, যেখানে মানুষ কফি, স্যান্ডউইচ আর লাইভ মিউজিকের সঙ্গে ক্যানাবিস ব্যবহার করতে পারবে।
শিশু কনটেন্ট ক্রিয়েটরদের আর্থিক সুরক্ষা
নতুন আইন অনুযায়ী, অনলাইনে কনটেন্ট তৈরি করে অর্থ উপার্জনকারী শিশুদের জন্য আর্থিক সুরক্ষা বাড়ানো হয়েছে। কুগান আইনের সম্প্রসারণের মাধ্যমে, বাবা-মা বাধ্য থাকবেন শিশুদের আয়ের ১৫% একটি ট্রাস্ট ফান্ডে রাখতে।
শিক্ষা
নতুন শিক্ষানীতির অংশ হিসেবে, ক্যালিফোর্নিয়ার স্কুলগুলোতে গোল্ড রাশ এবং স্প্যানিশ উপনিবেশ আমলে নেটিভ আমেরিকানদের প্রতি হওয়া অত্যাচার সম্পর্কে শিক্ষাদান বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়া, স্কুলগুলোতে বিনামূল্যে ঋতুকালীন পণ্যের ব্যবস্থা এবং মেন্ডেজ বনাম ওয়েস্টমিনস্টার মামলার মতো গুরুত্বপূর্ণ ইতিহাস পাঠ্যক্রমে যুক্ত করা হয়েছে।
ই-বাইক
ই-বাইকের গতি পরিবর্তনের জন্য ব্যবহৃত “টিউনিং কিট” বিক্রি করা এখন নিষিদ্ধ। এর ফলে ই-বাইকের গতি নির্ধারিত সীমার মধ্যে থাকবে।
ইভিকশন নোটিসের সময় বৃদ্ধি
ভাড়াটেদের জন্য ইভিকশন নোটিসের সময়সীমা আগের তিন দিনের পরিবর্তে এখন ১০ দিন করা হয়েছে।
বন্ধ্যাত্ব চিকিৎসা কভারেজ
২০২৫ সাল থেকে কিছু বিমা প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে বন্ধ্যাত্ব চিকিৎসার কভারেজ দেবে।
চিকিৎসা ঋণ এবং ক্রেডিট রিপোর্ট
নতুন নিয়ম অনুযায়ী, চিকিৎসা ঋণের তথ্য আর ক্রেডিট রিপোর্টে অন্তর্ভুক্ত হবে না।
অনলাইন সাবস্ক্রিপশন
২০২৫ সাল থেকে, অনলাইন সাবস্ক্রিপশন নবায়নের ক্ষেত্রে গ্রাহকদের স্পষ্ট সম্মতি নেওয়া বাধ্যতামূলক হবে।
পার্কিং নিয়ম
যেকোনো চিহ্নিত বা অচিহ্নিত ক্রসওয়াক থেকে ২০ ফুটের মধ্যে পার্কিং করা নিষিদ্ধ।
যুবকদের নিরাপত্তা
যুবকদের জন্য নির্ধারিত রেসিডেনশিয়াল সুবিধাগুলোতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আরো স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে।
নতুন এই আইনগুলো ক্যালিফোর্নিয়ায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে কার্যকর হতে যাচ্ছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন