আপডেট :

        ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে কাঁপছে ভারত

        আধ্যাত্মিক নেতা আগা খানের মৃত্যু

        গাজার দখল নিতে চান ট্রাম্প

        যুক্তরাষ্ট্রের শুল্কের জবাব দিতে চীনের ৫ পদক্ষেপ

        ‘সিরিয়াস গার্লফ্রেন্ড’ পলাকে নিয়ে উচ্ছ্বসিত বিল গেটস

        বাংলায় রায় হাইকোর্ট এর

        গাজীপুরে বেক্সিমকোর কারখানা বন্ধ ঘোষণা

        নির্বাচনের ছাড়া এই মুহূর্তে বিএনপির কোনো রাজনীতি নেই

        হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় আজ

        আসছে নতুন দল: উপদেষ্টা নাহিদ

        ঢাকায় এসে নিখোঁজ হওয়া সুবাকে দেখা গেল ক্যামেরায়

        ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নাগরিকদের তথ্য সংগ্রহ

        ইমিগ্রেন্ট ছাড়া একদিন: লস এঞ্জেলেসের প্রতিবাদ রাতেও অব্যাহত

        ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নাগরিকদের তথ্য সংগ্রহ

        মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ স্থগিত, চীনের সঙ্গেও আলোচনা হবে

        যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক চীনের

        নিউইয়র্কে বাড়ির সামনে বাংলাদেশিকে গুলি

        হাসিনা-রেহানাদের ৪ বাগানবাড়ি, আছে ডুপ্লেক্স ভবনও

        বাংলাদেশ ব্যাংকের সব কর্মকর্তার লকার ফ্রিজ করার নির্দেশ

        এবার ইউরোপে শুল্ক আরোপের হুমকি

ইতিহাস সৃষ্টি করে গঠিত হলো জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার নতুন কমিটি ।

ইতিহাস সৃষ্টি করে গঠিত হলো জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার নতুন কমিটি ।

ক্যালিফোর্নিয়ায় সিলেট প্রবাসীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার ২০১৬-১৭ সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।
রবিবার লস এঞ্জেলেসের আনারবাগ রেস্টুরেন্ট (উডল্যান্ড হিলস) বিকেল ৩টায় আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতে প্রধান নির্বাচন কমিশনার গোলাম কিবরিয়া, সহকারী নির্বাচন কমিশনার মোহাম্মদ বদরুল আলম ও আবুল হাসনাত রায়হান এই ফলাফল ঘোষণা করেন।

সব পদে একাধিক প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় এবারের কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি: আনওয়ার হোসাইন রানা, সহ-সভাপতি: ফয়জু সুবহান, আসাদুজ্জামান ও কাজল নুর চৌধুরী, সাধারণ সম্পাদক: মোহাম্মদ নজরুল আলম,
 যুগ্ম সাধারণ সম্পাদক: সৈয়দ নাসির উদ্দিন জেবুল, সাংগঠনিক সম্পাদক: সিদ্দিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক: নিজাম সুবহান, অর্থ সম্পাদক: শাহজাহান আহমদ, প্রচার সম্পাদক: আব্দুস সামাদ, সমাজ ও সাংস্কৃতিক সম্পাদক: লায়েক আহমদ,
 সহ-সাংস্কৃতিক সম্পাদক: মো. ফখরুল ইসলাম, খেলাধুলা বিষয়ক সম্পাদক: আব্দুল হাই, যুব বিষয়ক সম্পাদক: শাহিন হক, সহ-যুব বিষয় সম্পাদক: জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক: মরফিয়া আকসাদ।
কার্যনির্বাহী সদস্য: মাতাব আহমদ, জাসিম আশরাফি, বদরুল আলম চৌধুরী, আব্দুল বাসিত, আলি আহমদ ফারিশ, ফেরদৌস খান, নুরুজ্জামান জামান ও আব্দুল আহাদ।

নির্বাচন কমিশনাররা বলেন, লসএঞ্জেলেসে সিলেট প্রবাসী সবাই এতে অপরের প্রতি আন্তরিক এবং শ্রদ্ধাভাজন হওয়ায় যোগ্যতার ভিত্তিতে একে অপরকে সুযোগ দিয়েছেন। তাই এই নির্বাচনে সব পদেই একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় আসেননি। এজন্যে বিনা প্রতিদ্বন্দ্বীতায় কমিটিটি ঘোষিত হলো।

প্রধান নির্বাচন কমিশনার গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সহকারী নিবাচন কমিশনার আবুল হাসনাত রায়হানের পরিচালনায় অনুষ্ঠানে জালালাবাদের নতুন পুরাতন সদস্য, নেতৃবৃন্দ ও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মো. আওলাদ হোসেন।

কমিটি ঘোষণার সময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ দাঁড়িয়ে নিজ নিজ পরিচিতি তুলে ধরেন। পরে সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন নেন। 

অনুষ্ঠানে জাললাবাদের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. হামিদ খোকন তাঁর বক্তব্যে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ায় নির্বাচন কমিশন ও সদ্যবিদায়ী কমিটিকে ধন্যবাদ জানান। সাথে সাথে তিনি নবনির্বাচিত কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে তাদের কাছে কমিউনিটির উন্নয়নে নতুন নতুন কর্মসূচি হাতে নেয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। তরুণ প্রজন্মকে সামাজিক কাজে অংশগ্রহণের সুযোগ দেয়ারও আহবান জানান।

ক্যালফোর্নিয়া স্টেট আওয়ামীলীগের সভাপতি ও জালালাবাদের অন্যতম উপদেষ্টা শফিকুর রহমানও নির্বাচন কমিশনার, সদ্যবিদায়ী কমিটি এবং কমিউনিটি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।
তিনি বলেন, বাংলাদেশ থেকে কোনো লোক ক্যালিফোর্নিয়া তথা লসএঞ্জেলেসে এলে ইমিগ্রেশনসহ সবক্ষেত্রে আমাদের সহযোগিতা করতে হবে। জালালাবাদের সদস্যবৃন্দ এব্যাপারে সচেতন থাকবেন বলে আমার বিশ্বাস।

ক্যালিফোর্নিয়া স্টেট বিএনপির সভাপতি ও জালালবাদের সাবেক নির্বাচন কমিশনার, বিশিষ্ট কমিউনিটি নেতা মো. আব্দুল বাসিত বলেন, আমাদের নতুন প্রজন্ম এখন অনেক সচেতন। তাদেরকে সামাজিক ও সাংস্কৃতি সব কর্মকান্ডে সম্পৃক্ত করতে হবে। এজন্যে বড়দের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
তিনিও নির্বাচন কমিশনসহ সদ্যবিদায়ী কমিটিকে ধন্যবাদ জানান এবং নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।

জালালাবাদের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক বাফলার প্রেসিডেন্ট ও বর্তমান তরঙ্গ অব ক্যালিফোর্নিয়ার সেক্রেটারি শিপার চৌধুরী তাঁর বক্তব্যে নির্বাচন কমিশনারবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, এবারের কমিশন একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য কমিটি উপহার দিয়েছেন। তাই তাদের কর্মতৎপরতার প্রশংসা করতে হয়।
নবনির্বাচিত কমিটিকে উদ্দেশ্য করে তিনি বলেন, এবারের কমিটি তুলনামূলক আগের কমিটি থেকে অনেক গোছালো। তাই আপনাদের প্রতি কমিউনিটির অনেক প্রত্যাশা রয়েছে। তিনি বলেন, শুধু ইফতার পার্টি আর পিকনিকের মতো অনুষ্ঠান করে দায়িত্ব শেষ করলে হবে না। বাংলা সাহিত্য-সংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে আরও নতুন নতুন অনুষ্ঠান আয়োজন করতে হবে। এক্ষেত্রে তিনি নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

জালালাবাদের উপদেষ্টা সালিক সোবহান তাঁর বক্তব্যে বলেন, সিলেট প্রবাসীদের সর্ববৃহৎ এই সংগঠনের মাধ্যমে আমরা আমাদের কমিউনিটির ইমেইজকে আরও উজ্জ্বল করতে পারি। এজন্য নতুন প্রজন্মকে সুযোগ দিতে হবে। তাদেরকে সামাজিক সাংস্কৃতিক কাজে জড়িত করতে হবে।

জালালাবাদের অন্য এক উপদেষ্টা আহমেদ কবির বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। প্রধান নির্বাচন কমিশনারের কাছে এক ইমেইল বার্তায় তিনি সবাইকে শুভেচ্ছা জানান এবং অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেন।

সদ্যবিদায়ী সভাপতি মাহতাব আহমদ তাঁর বক্তব্যে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বিগত ১৪-১৫ সেশনে দায়িত্ব পালনকালে যারা আমাকে সহযোগিতা করেছেন সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আশা করি, আজীবন আপনাদের এই ভালোবাসা আমার সাথে থাকবে।  দায়িত্ব পালনকালে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
জালালাবাদের সদ্যবিদায়ী এই সভাপতি জানান, জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার ওয়েবসাইটের কাজ চলছে। নবনির্বাচিত এই কমিটির অভিষেকের আগে সব কাজ সমাপ্ত হয়ে যাবে। তিনি জানান, জালালাবাদের সদস্যদের জন্যে
501 (C) রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু করেছেন। এতে জলালাবাদের সকল অনুদান করের আওতামুক্ত হবে।
তিনি আরও বলেন, যতোদিন বেঁচে থাকবেন জালালাবাদের জন্য এবং জালালাবাদবাসীর জন্য কাজ করে যাবেন।

নবনির্বাচিত সভাপতি আনওয়ার হোসাইন রানা তাঁর বক্তব্যে নির্বাচন কমিশনসহ কমিউনিটির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সর্বস্তরের জালালাবাদবাসীর সহযোগিতায় নির্বাচিত হয়েছি। আপনাদের এমন ভালোবাসায় আমি মুগ্ধ।
নতুন কমিটিকে নিয়ে ভালোভাবে কাজ করতে আমি দৃঢ় প্রত্যয়ী। আশা করি, সবার সহযোগিতায় কমিউনিটির জন্যে নতুন কিছু উপহার দিতে পারবো।

সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক বদরুল আলম চৌধুরী (শিপলু) তার বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনারসহ কমিউনিটির সবইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশী কমিউনিটিতে আজ দুটি ইতিহাস রচিত হয়েছে, একটি হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে জালালাবাদের নতুন কমিটি গঠন। কারণ পূর্বে এমনভাবে সময়মতো কমিটি গঠন সম্ভব হয়নি। দ্বিতীয় হচ্ছে, এবারের কমিটিটি পূর্বের তোলনায় অনেক শক্তিশালী একটি কমিটি। এখানে নতুন নতুন অনেক মুখ নেতৃত্বে এসেছে। যারা দায়িত্বপালনে অত্যন্ত দক্ষ এবং কমিউনিটির জন্যে নিবেদিত প্রাণ। এজন্যে এই কমিউনিটির মাধ্যমে জালালাবাদের কার্যক্রমে নতুন গতির সঞ্চার হবে। তিনি নিজেও নবনির্বাচিত এই কমিটির জন্যে সবাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি জালালাবাদের মাধ্যমে কমিউনিটির মুখ দেশ-বিদেশে আরও উজ্জ্বল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, আপনাদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতার ফলে সুষ্ঠুভাবে এই নির্বাচন সম্পন্ন হয়েছে। এজন্যে আমরা আপনাদের প্রতি চির কৃতজ্ঞ।
সংগঠন পরিচালনায় সুন্দর কমিটি গঠনে তিনি সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, কমিউনিটির উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে।

প্রধান নির্বাচন কমিশনার গোলাম কিবরিয়া, সহকারী নির্বাচন কমিশনার মোহাম্মদ বদরুল আলম ও আবুল হাসনাত রায়হান নির্বাচনে সহযোগিতার জন্যে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জালালাবাদের সাবেক বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ।

সবশেষে অনুষ্ঠানের সভাপতি, প্রধান নির্বাচন কমিশনার গোলাম কিবরিয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।

জালালবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার এই কমিটি ঘোষিত হওয়ায় সিলেট প্রবাসী কমিউনিটিতে এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। অনেকেই মন্তব্য করছেন, ইতোপূর্বে জালালাবাদের এমন দক্ষ ও প্রতিভাবান কমিটি গঠিত হয়নি। আশা করা যায়, এই কমিটির মাধ্যমে জালালাবাদের সার্বিক কার্যক্রম আরোও গতিশীল হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত