লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত
গত ১৮ই ডিসেম্বর ২০১৫ তারিখ শুক্রবারে লস এঞ্জেলেসের লেইক উডের ডেল আমু ও ক্লার্ক এভিনিউয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে । এতে ঘটনাস্থলেই এবাদ আহমেদ নামের একজন বাংলাদেশী বংশোদ্ভূত নিহত হন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন)। তার বয়স ছিল মাত্র ২৪ বছর। তার বাবার নাম জনাব হেলাল আহমেদ । বাংলাদেশে তাদের গ্রামের বাড়ি সিলেটের বাগির ঘাটে। লস এঞ্জেলেসে তারা রেস্টুরেন্ট ব্যবসায়ে জড়িত এবং নর্থ হলিউডের সালমিও ওয়েস্ট হিলের “গান্ধী”র সত্ত্বাধিকারী। এ ঘটনায় আরও ৩ জন মারাত্মক আহত হয়েছে। বর্তমানে স্থানীয় হাস্পাতালে তাদের চিকিৎসা চলছে।
স্থানীয় সময় বেলা ১২টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা টি ঘটে বলে জানা যায়। এবাদ আহমেদ একটি গাড়িতে যাত্রী হিসেবে যাচ্ছিল।
দুর্ঘটনার কারন তদন্ত করে দেখা হচ্ছে। কিন্তু কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, DUI তে দায়ী করে একজন ড্রাইভার কে গ্রেপ্তার করা হয়েছে। দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি মারাত্মকভাবে ধ্বংস হয়েগেছে।
প্রত্যক্ষদর্শী কোলওয়ে বলেন, “আমি ভাঙা ও ধাক্কার আওয়াজ পেয়ে তাকাই এবং দেখতে পাই গাড়িটি কিছুতে আঘাত করলো আর ধোয়া বের হয়ে আসতে লাগলো”।
কর্তৃপক্ষ জানার চেষ্টা করছে যে, গাড়ি দুটি রেসিং করছিল কি না ?
এ ঘটনা শোনার পর স্থানীয় বাঙ্গালী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
শেয়ার করুন