লস এঞ্জেলেস কাউন্টির বাসিন্দাদের জন্য কর ফাইলিংয়ের সময়সীমা বাড়ানো হয়েছে
স্যান গ্যাব্রিয়েল নদী থেকে ৭ জন উদ্ধার, নিখোঁজ ১
ছবি: এলএবাংলাটাইমস
স্যান গ্যাব্রিয়েল নদী থেকে সোমবার (১৩ মার্চ) সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও আরেকজন নিখোঁজ রয়েছে।
লস এঞ্জেলেস কাউন্টি ফায়ারফাইটার্স জানিয়েছে, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এনকান্টো পার্কের কাছের নদীতে আটজন আটকে যায়।
খবর পেয়ে উদ্ধারকর্মী দল সাতজনকে শীতল পানি থেকে উদ্ধার করে। তবে একজনকে এখনও খুঁজে পাওয়া যায়নি। প্রায় কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পর উদ্ধার কার্যক্রম অব্যাহত দেয় উদ্ধারকারী দল।
উদ্ধার হওয়াদের কাউকে হাসপাতালে ভর্তি করাতে হয়নি বলে জানিয়েছে ফায়ার ডিপার্টমেন্ট।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন