লস এঞ্জেলেসে বন্দুক হামলা: মৃত ৩, গুরুতর আহত ৪
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেসের বেভারলি ক্রেস্টে বন্দুক হামলায় কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে এবং আরও চারজন আহত হয়েছেন। শনিবার (২৮ জানুয়ারি) মধ্যরাতে এই বন্দুক হামলাটি হয়।
কর্তৃপক্ষ এখন পর্যন্ত হামলাকারী সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ।
লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, অ্যালিসন ড্রাইভের কাছে বেনেডিক্ট ক্যানইয়নের কাছে এই হামলাটি হয়।
গুলিতে মৃত ২ জন পুরুষ ও একজন নারী। তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এখনও পর্যন্ত হামলার কারণ সম্পর্কে জানাতে পারেনি পুলিশ। কোনো আবাসিক ভবনে এই হামলাটি হয়েছে কী না, সেটিও এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন