ফেন্টানিল ওভারডোজে ৫ বছরে মৃত্যু বেড়েছে ১৪ গুণ
ছবিঃ এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেসে গত ৫ বছরে ভয়াবহ আমদক ফেন্টালিনে মৃতের সংখ্যা বেড়েছে ১৪ গুণ। লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ এই তথ্য জানিয়েছেন।
২০১৬ সালে মাদক সংক্রান্ত মৃত্যুর ১০ শতাংশ হতো ফেন্টালিনের কারণে। গত বছর এই হার বেড়ে হয়েছে প্রায় ৫০ শতাংশ।
হেলথ ডিপার্টমেন্টের তথ্য থেকে জানা গেছে, ২০১৬ সালে মাত্রাতিরিক্ত ফেন্টালিন ডোজে ১০৯ জনের মৃত্যু হয়েছে। তবে ২০২১ সালে সেটি বেড়ে হয়েছে ২০২১ সালে। ২০১৬ থেকে ২০২০ সালে ফেন্টালিন ওভারডোজের কারণে হাসপাতালে ভর্তির হার বেড়েছে ৩০৮ শতাংশ। আর সংখ্যায় ১৩৩ থেকে বেড়ে হয়েছে ৫৪২।
ফেন্টালিন ব্যবহার নিয়ন্ত্রণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর হতে নির্দেশ দিয়েছে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস। সেই সাথে প্রিভেনশন গ্রুপস এবং এড্যুকেশন অফিশিয়াল নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে।
লস এঞ্জেলেস পুলিশ প্রধান মাইকেল ম্যুর জানান, আমেরিকার মাদকের মধ্যে শীর্ষে অবস্থান করছে ফেন্টালিন। তিনি জানান, গতবছর ১ দশমিক ৪ মিলিয়ন ফেন্টানিল পিল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন