ভেনচুরায় ২ গাড়ির ভয়াবহ সংঘর্ষে মৃত ৫
ছবি: এলএবাংলাটাইমস
ভেনচুরা কাউন্টির প্যাসিফিক কোস্টের হাইওয়েতে রবিবার (৬ নভেম্বর) দুইটি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল সূত্র জানায়, পয়েন্ট মুগু রকের কাছে সকাল ৪টা ৩০ মিনিটের কিছুক্ষণ আগে এই সংঘর্ষ ঘটে।
সংঘর্ষের পর ঘটনাস্থলে এসে দমকলকর্মীরা গাড়িটিকে সম্পূর্ণ অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল মুখপাত্র জানান, এই সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে। তৎক্ষনাৎ তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে প্রতি গাড়িতে কতোজন যাত্রী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার পরপরই হাইওয়ের উভয় পাশের লেন বন্ধ করে দেওয়া হয়। তবে দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন