লস এঞ্জেলেসের বিভিন্ন সংগঠনের ফোবানা আয়োজনের চেষ্টা
উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠনের সমন্বয়ক সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা) ২০১৫-২০১৬ মেয়াদে কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। গত ৪,৫ ও ৬ তারিখ নিউ ইয়র্ক ২৯তম ফোবানা অনুষ্ঠিত হয়। সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফোবানা। রোববার (৬ সেপ্টেম্বর) নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর সংলগ্ন হোটেল রেডিসনে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করে সংগঠনটি।
ফোবানার বিভিন্ন পদায়নঃ
২০১৫-২০১৬ নতুন কার্যনির্বাহী কমিটির চেয়ারপারসন হিসেবে নাহিদ চৌধুরী মামুন (নিউ জার্সি), ভাইস চেয়ারপারসন মোহামেদ আলমগীর (ভার্জিনিয়া), নির্বাহী সম্পাদক আজাদুল হক (টেক্সাস), যুগ্ম নির্বাহী সম্পাদক এম মওলা দিলু (জর্জিয়া) এবং কোষাধ্যক্ষ হিসেবে শাহ হালীম (টেক্সাস) নির্বাচিত হয়েছেন।
এছাড়াও নতুন কার্যনির্বাহী কমিটিতে আউটস্ট্যান্ডিং সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- ডিউক খান (জর্জিয়া), বেদারুল ইসলাম বাবলা (নিউইয়র্ক), জাকারিয়া চৌধুরী (নিউইয়র্ক), মির চৌধুরী (নিউ জার্সি), আতিকুর রহমান (ফ্লোরিডা), রবিউল করিম বেলাল (কানসাস), জসিম উদ্দিন (জর্জিয়া)।
ফোবানা’র কার্যনির্বাহী সদস্য সংগঠনের মধ্যে রয়েছে- বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন
ডিসি (২০১৬ ফোবানা আয়োজক), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা (২০১৭ ফোবানা আয়োজক),বাংলাদেশ কমিউনিটি অব লস এন্জেলেস ক্যালিফোর্নিয়া, বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউস্টন টেক্সাস, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়া, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কানসাস, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ জার্সি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাস, বাংলাদেশ কমিউনিটি অব গ্রেটার শিকাগো, বাংলাদেশ এক্সপাট্রিয়েট সোসাইটি অব টেক্সাস, ড্রামা সারকেল নিউইয়র্ক, টেক্সাস বেঙ্গলি কালচারাল অ্যালায়েন্স।
পরবর্তী ফোবানা কোথায় হবেঃ
বলাবাহুল্ গতবছর লস এঞ্জেলেস ফোবানায় ইসি মিটিংয়ে সিদ্দান্ত হয়ে ছিল যে ২০১৬ ফোবানা ওয়াশিংটন ডিসিতে হবে।
এবার প্রথম লস এঞ্জেলেস থেকে ফোবানার কার্যনির্বাহী সদস্য হল লস এঞ্জেলেস । "বাংলাদেশ কমিউনিটি অব লস এন্জেলেস ক্যালিফোর্নিয়া " ফোবানা’র কার্যনির্বাহী সদস্য সংগঠন হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। লস এঞ্জেলেস থেকে ৫টি সংগঠন ফোবানায় অংশ নেয় । সেগুলো হচ্ছেঃ ড: জয়নুল আবেদিনের বাংলাদেশ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলেসের সার্বজনীন বৈশাখী মেলা কমিটি, মাসুদ রব চৌধুরীর বাংলাদেশ কমিউনিটি অব লস এন্জেলেস ক্যালিফোর্নিয়া, জাহিদ হোসেন পিন্টুর বাংলাদেশ একাডেমি ও ড: সিরাজুল্লাহ’র আলোচিত ও সমালোচিত সংগঠন “বালা”। অংশ নিতে যাওয়া ৫টি সংগঠনের সবাই চাচ্ছিলো লস এঞ্জেলেসের প্রতিনিধি হিসেবে কার্যনির্বাহী সদস্য হতে। তবে শেষমেষ আলোচনা সাপেক্ষে মাসুদ রব চৌধুরী সকলের সমর্থন পান এবং বাকি সবাই প্রার্থীতা প্রত্যাহার করে নেয়। তাই তিনি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপরের পাঁচটি সংগঠনের মধ্যে বালা বাদে বাকি চারটি সংগঠন ভোটের অধিকার পেয়েছে। বালা আগামী বছর হয়তো ভোট দিতে পারবে।
এবারের ইসি মিটিং এ ২০১৭ সালের ফোবানার জন প্রস্তাবনা করে বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডা । তাই পরে ২০১৮ সালে ‘বাংলাদেশ কমিউনিটি অব লস এন্জেলেস ক্যালিফোর্নিয়া’ লস এন্জেলেসে ফোবানা করার প্রস্তাব করে । গত বছরের ফোবানার অভূতপূর্ব সাফল্যে এবারই প্রথম লস এঞ্জেলেস থেকে পাচ পাচটি সংগঠনের প্রতিনিধিরা নিউ ইয়র্কে ২৯তম ফোবানায় অংশ নেন।
সেই পাঁচটি সংগঠনের মধ্যে বালা বাদে বাকি চারটি সংগঠন ভোটের অধিকার পেয়েছে। বালা হয়তো আগামী বছর
ভোটে অংশ নিতে পারবে। আগামী বছর ওয়াশিংটনে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের পর জানা যাবে কে হবে লস এন্জেলেস ফোবানা আয়োজক । অন্যদিকে বাংলাদেশ কমিউনিটি অব লস এন্জেলেস ক্যালিফোর্নিয়া খুব সচেষ্ট ফোবানা আয়োজনের জন্য ।
যাইহোক, আমরা লস এঞ্জেলেস বাসী আশা করব সবাই সম্মিলিত ভাবে লস এঞ্জেলেসে যেন সফল ফোবানা আয়জন করতে পারে । সকল সংগঠন চাচ্ছে নিজে ফোবানা আনতে। কে আনতে পারে তার একটা প্রতিযোগিতা চলছে।
শেয়ার করুন