মার্কিন দূতাবাস বন্ধ করা উচিত হবে না মস্কোর: জন সুলিভান
ছবি: এলএবাংলাটাইমস
মস্কোতে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত জন সুলিভান জানিয়েছেন যে চলমান সংকটেও মস্কোর উচিত না মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়া। বরং দুই ক্ষমতাধর দেশের উচিত কথা চালিয়ে যাওয়া।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এইউত্তর দেন সালিভান। তিনি বলেন, 'দুইদেশের উচিত পরস্পরের সাথে আলোচনা চালিয়ে যাওয়া। দূতাবাস বন্ধ করে দেওয়া একটি বড় ভুল হবে'।
ক্রেমলিন সোমবারে (০৬ জুন) জানিয়েছে যে দেশটি পারমাণবিক অস্ত্র নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় আগ্রহী। কিন্তু আলোচনা বর্তমানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, 'আমরা আগ্রহী এবং বিশ্বাস করি যে এই বিষয়ে অব্যাহত আলোচনা দরকার। আমরা যে বিশাল পরিবর্তনগুলি দেখছি, তাতে সমগ্র বিশ্বের এই ধরণের আলোচনার প্রয়োজন'।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন