২০২২-২৩ অর্থবছরের বাজেট স্বাক্ষর করলেন গারসেটি
ছবি: এলএবাংলাটাইমস
২০২২-২৩ অর্থ বছরের জন্য বৃহস্পতিবার ১১ দশমিক ৮ বিলিয়ন ডলার বাজেট বিলে স্বাক্ষর করেছেন মেয়র এরিক গারসেটি। স্বাক্ষরিত বাজেটে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের জন্য হত বছরের থেকে ৬ দশমিক ৫ শতাংশ বাজেট বেশি রাখা হয়েছে। একই সাথে টানা দ্বিতীয় অর্থ বছরের মতো গৃহহীনদের জন্য ১ বিলিয়ন ডলারের বেশি অর্থ বরাদ্দ রাখা হয়েছে।
এপ্রিলের ২০ তারিখেই মেয়র এরিক গারসেটি ১১ দশমিক ৭৭ মিলিয়ন ডলার বাজেট প্রস্তাবনা রাখেন। গত অর্থ বছরের থেকে এই অর্থ বছর ১১ দশমিক ২ বিলিয়ন ডলার বেশি বরাদ্দ প্রস্তাব রাখা হয়।
বাজেট অ্যান্ড ফাইন্যান্স কমিটির চেয়ার কাউন্সিলম্যান পল ক্রেকোরিয়ান জানান, এবারের ঘোষিত বাজেট অনেক সামঞ্জস্যপূর্ণ। করোনার সময় আমাদের যেসব ক্ষতি হয়েছে, সেগুলো কাটিয়ে উঠতে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া শহরকে পরিচ্ছন্ন রাখা এবং গৃহহীনদের জন্যও বর্ধিত বাজেট রাখা হয়েছে। সিটি কাউন্সিল থেকে বাসিন্দারা যে সেবা আশা করেন, সে অনুসারেই আমাদের বাজেট সাজানো হয়েছে।
কাউন্সিলম্যান প্রেসিডেন্ট নুরি মার্টিনেজ এই বাজেটের প্রশাংসা করেন এবং জানান যে এই বাজেটের লক্ষ্য হচ্ছে বাসিন্দাদের জন্য আরও সুযোগ-সুবিধা নিয়ে আসা।
তিনি জানান, ‘বর্তমানে লস এঞ্জেলেস এর বাসিন্দাদের হয়ে কাজ করছে না। আমাদের আবাসন সংকট রয়েছে, চাইল্ড কেয়ার সেবা পাচ্ছেন না এমন বাসিন্দা রয়েছেন, এছাড়া এমন আরও পরিবার রয়েছে যারা তাদের চাহিদা মেটাতে পারছেন না। এবারের বাজেটে এসব সমস্যার সমাধান রাখা হয়েছে’।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন