লস এঞ্জেলেসের সাংবাদিকদের সম্মাননা দিলো বাফলা
গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখে বাফলার অভ্যান্তরিন কার্যনির্বাহী কমিটির মিটিং ছিল । মিটিংয়ে বাফলার গুরুত্ত পূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। । মিটিংয়ে বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হয় । এসময় লস এঞ্জেলেস কমিউনিটিতে যে সব নিবেদিত প্রান সাংবাদিক কমিউনিটির সেবায় নিয়জিত তাদের কে সম্মাননা জানানোর সিদ্ধান্ত হয় ।
স্থানীয় সময় দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠান চলে। ভেন্যু ছিল বাফলার অফিস।
এদিন বাফলার অফিসে স্থানীয় চারজন সাংবাদিককে আমন্ত্রন জানানো হয়। আমন্ত্রিত সাংবাদিকেরা হলেন আব্দুস সামাদ (এলএ বাংলাটাইমস), ফয়সাল আহমেদ তুহিন (আমার দেশ), সৈয়দ এম হোসেন বাবু (এটিএন), কাজী মাশরুর হুদা (প্রবাস বাংলা) । বাফলার ভাইস প্রসিডেন্ট সাইদুল হক সেন্টু তাদের হাতে ফুলের তোড়া ও বাফলার কলম তুলে দেন। সাংবাদিকদের সকলের সাথে পরিচয় করিয়ে দেন।
সাংবাদিকরাও তাদের বক্তৃতায় বলেন, আমরা কেউ ই পেশাদার সাংবাদিক নই। আমরা অন্য পেশায় জড়িত। কমিউনিটির সেবা করার নিমিত্তে আমরা সাংবাদিকতা করি। তারা বাফলাকে ধন্যবাদ জানান সংবর্ধনা দেওয়ার জন্য করার জন্য। এসময় তারা বাফলার সাথে একত্রে কাজ করার আশা প্রকাশ করেন।
উপস্থিত সাংবাদিক দের নিয়ে চ্যারিটি নিয়ে সংবাদ সম্মেলন করে বাফলা। এসময় বাফলা নেতৃবৃন্দ চ্যারিটির সংবাদ প্রচারে সহযোগীতা কামনা করেন।
শেয়ার করুন