লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনায় আহত ১৩
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেস কাউন্টি থেকে ফিনিক্স যাওয়ার পথে একটি গ্রেহাউন্ড বাস দুর্ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাবাজন/ব্যানিং এলাকায় ১০ ফ্রিওয়েতে বাসের টায়ার ব্রাস্ট হয়ে এই দুর্ঘটনা ঘটে।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল সূত্র জানায়, রামসে স্ট্রিস্টে সকাল ১১টার দিকে ইস্টবাউন্ড লেনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল (সিএইচপি) সূত্র জানায়, ৬০ থেকে ৬৫ কিলোমিটার বেগে সেকেন্ড লেন ধরে চলার সময় বাসটির সামনের চাকা ফেটে যায়। এই সময় বাসে ৩৩ জন যাত্রী ছিল।
চাকা ফেটে যাওয়ার পর সেটি বামদিকে সরে যায় এবং একটি মিতসুবিশি আউটল্যান্ডারে ধাক্কা দেয়। এরপর সামনের ডিভাইডারে গাড়ি আটকে যায়।
আহতসহ বাকি যাত্রীদের ক্যাবাজনের মরঙ্গো ট্রাইবাল হলে ভর্তি করানো হয় এবং যান চলাচল ওই ফ্রিওয়েতে বন্ধ করে দেওয়া হয়।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন