লস এঞ্জেলেসে হাসপাতালে ঢুকে ২ নার্স ও ১ ডাক্তারকে ছুরিকাঘাত
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেসের এনচিনো হাসপাতালের ভেতর ঢুকে দুই নার্স এবং এক ডাক্তারকে ছুরিকাঘাত করে আহত করেছে এক ব্যক্তি। শুক্রবার (৩ জুন) বিকেলে হামলা চালায় ওই ব্যক্তি।
লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, ৩টা ৫০ মিনিটে ১৬২৩৭ ভেনচুরা বেলোভার্ডের এনচিনো হাসপিটাল মেডিকেল সেন্টারে এই ঘটনা ঘটে।
অফিসার ড্রেক ম্যাডিসন জানান, হামলাকারী হুট করে হাসপাতালে ঢুকে এবং হামলা চালায়। এতে দুই নার্স ও এক ডাক্তার আহত হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, আহত অবস্থায় তাদের উদ্ধার করে ডিগনিটি হেলথ নর্থরিজ হসপিটাল মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।
আহতদের মধ্যে বর্তমানে দুইজনের অবস্থা স্থিতিশীল ও একজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
কর্তৃপক্ষ জানায়, পুলিশ ও সোয়াট টিম এক ব্যক্তিকে ছুরিসহ এসে আটক করে। ঘণ্টাব্যাপী আলোচনার পর সে পুলিশের কাছে ধরা দেয়।
এর আগে হামলাকারী ব্যক্তিকে দুইবার আটক করা হয়। এবারও তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন