বিক্রি হচ্ছে না এনাহাইমের এঞ্জেলস স্টেডিয়াম
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেস এঞ্জেলস ক্রীড়াদলের মালিক আর্টে মোরেনোর নিকট এঞ্জেলস স্টেডিয়াম বিক্রির সিদ্ধান্ত বাতিল করেছে এনাহাইম সিটি কাউন্সিল। মূলত, চুক্তিটি ঘিরে দুর্নীতি এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে এনাহাইম সিটি কাউন্সিল।
মঙ্গলবার সর্বসম্মতিক্রমে সিটি অ্যাটর্নিকে শহরের মালিকানাধীন বলপার্ক এবং চারপাশে থাকা ১৫১ একর জমির বিকাশের পরিকল্পনার অংশ হিসাবে বিক্রি করার জন্য ২০২০ সালের চুক্তি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।.
মেয়র সমর্থকগোষ্ঠীর ট্রেভর ও'নিল বলেছেন যে স্টেডিয়াম প্রস্তাবটি মূল্যায়ন করা হয়েছিল এবং যোগ্যতার ভিত্তিতে অনুমোদিত হয়েছিল। তিনি বলেন,’ তবে দুর্নীতির উপাদান থাকার সম্ভাবনা আছে বলে সন্দেহ করায় আমরা এই চুক্তিটি নিয়ে এগোতে পারব না’
মঙ্গলবারে পদত্যাগ করা মেয়র হ্যারি সিধুর বিরুদ্ধে এফবিআই দুর্নীতির তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। এখনো সিধুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন