লস এঞ্জেলেসে সড়ক দুঘর্টনায় নিহত ২
ছবি: এলএবাংলাটাইমস
বুধবারে (২৫ মে) লস এঞ্জেলেসের তুজুঙ্গাতে এক সড়ক দুঘর্টনায় ২ জন ব্যক্তি নিহত হয়েছে।
মধ্যরাতের দিকে লা টুনা ক্যানিয়ন রোডের পশ্চিমপার্শ্বে এই দুঘর্টনা ঘটে। এতে একটি গাড়ির সাথে একটি বড় রিগের সংঘর্ষ হয়। গাড়িতে থাকা দুইজনেই ঘটনাস্থলে মৃত্যুবরণ করে।
সিএইচপি জানায়, ভুক্তভোগীরা রিগের নিচে আটকা পড়ে যায়। এই সংঘর্ষে একজন পথচারীও আহত হয়।
এই সংঘর্ষটির কারণে ফ্রি-ওয়ের তিন লেন বন্ধ ছিলো।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন