স্যান বার্নার্ডিনোতে ট্রাক থেকে ১৭টি বন্দুক উদ্ধার
ছবি: এলএবাংলাটাইমস
স্যান বার্নার্ডিনো কাউন্টির ২১ বছর বয়সী এক যুবকের ইউ-হল ট্রাক থেকে ১৭টি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
স্যান বার্নার্ডিনো পুলিশ ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, রবিবার (২২ মে) দুপুরে একটি ট্রাফিক স্টপ থেকে অ্যান্ড্রু মেডিনা নামের ওই যুবককে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, পুলিশ অফিসারেরা ইউ-হল ট্রাকে অভিযান চালায় এবং অস্ত্রের ভাণ্ডার উদ্ধার করে। সেখানে সাতটি অ্যাসাল্ট রাইফেল, নয়টি হ্যান্ডগান এবং একটি শটগান এবং আটটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন ছিল।
পুলিশ জানায়, এগুলোর মধ্যে একটি চুরি করা অস্ত্র ছিল এবং অন্য আরেকটির সিরিয়াল নাম্বার ছিল বদলে ফেলা হয়েছিল।
মেডিনার বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, কিছুদিন আগেই মেডিনাকে অস্ত্র মামলায় আটক করা হয়েছিল। তাকে ৫ লাখ ডলার বন্ডের বিপরীতে কারাগারে রাখা হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন